ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

একুশে বইমেলায় একদিন

রুহুল আমীন
  • আপডেট সময় : ০৭:৫৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

প্রজন্ম চত্বর হতে রাজু ভাস্কর্যের দিকে

হাতে হাত রেখে হেটে চলছি উচ্ছসিত হয়ে,

বাম পাশেই রেখেছি তোমায় উৎসের কাছে

হঠাৎই চেপে ধরেছি আমার পানে তাকাবে বলে ৷

একটু এগোতেই রংয়ের শিল্পীদের পীড়াপীড়ি

তোমার হাত ধরে তুলির আঁচড়ে রাঙাবে বলে,

রাগত দৃষ্টিতে মুচকি হেসে তুলি কেঁড়ে নিয়েছি

লিখে দিয়েছি হাতে “অমর একুশে, গ্রন্থের পরশে ”৷

আমি অমর একুশে গ্রন্থমেলার কথা বলছি……. …

 

গেইটের পথে নারী পুরুষের দীর্ঘ লাইনে দাড়িয়ে

তোমায় সামনে রেখেছি একদম কাছাকাছি হয়ে,

ঘাটে বসে তোমার দৃষ্টি শতদলের কলিকায় নিবদ্ধ

আমার লোচনদ্বয় তোমার থুতনির আঁচিলের দিকে ৷

চামেলী হাউজের দিকে তুমি অপলকে তাকিয়ে

পরে মোদের গরবে আত্বচিত্র তোলায় ব্যস্ত তুমি ,

অজান্তেই তোমার হাত ধরে রেখেছি রক্ষকের মত

কভু যদি আজকের এই দিনের সূর্য অস্তমিত না হত!

আমি অমর একুশে গ্রন্থমেলার কথা বলছি……. …

 

নজরুল চত্বরের চারদিকে বড়ায়িদের পদচারনা

নতুন গ্রন্থের গন্ধে মুখরিত হয়ে আছে স্টলগুলো,

কপোত-কপোতীদের দল মেঘের মত ছুটে চলছে

শত সম্পর্কের মানুষের সমারোহে মুখরিত এ মেলা ৷

ফুলের ঝাঁপড়ি পড়ে তুমি হেটে চলছো রাণীর মত

ঠিক যেন সত্তর আশি দশকের সাদা কালো ললনা ,

আমি বারবারই তোমার কাছে ধরা খেয়ে যাচ্ছি

লুকিয়ে লুকিয়ে নয়নযুগলের তৃষ্ণা মেটাতে গিয়ে ৷

আমি অমর একুশে গ্রন্থমেলার কথা বলছি …… …

 

কবিতা প্রেমীর হাতে কবিতা’অলার লিটল ম্যাগাজিন

“শবদেহ ও সময়ের ফ্রেম” সহ আরো অনেক গ্রন্থাবলী,

নব্য নজরুল আর জীবনানন্দের বইয়ে হাত ভরপুর

ক্লান্তিভরা অবয়বেও বই কেনার আনন্দে মুচকি হাসি ৷

মেইট গেটে বের হয়ে আসতেই হৃদয় প্রকম্পিত হলো

অষ্পষ্ট স্বর শুনে হঠাৎই আমার দু’পা থমকে দাড়ালো,

ফিসফিসিয়ে কেউ যেন বলছে ,” আরেকটু থেকে যাও “

আমার মাতৃভাষা আর ভাষা শহীদদের সমন্বিত কন্ঠ !

আমি অমর একুশে গ্রন্থমেলার কথা বলছি……. …

 

উদ্যানের বসে তোমার পানে তাকিয়ে নীরব হয়ে আছি

পাশেই দুটো বায়স পাখি ভালোবাসা বিনিময়ে ব্যস্ত ,

আদিত্য সারা দিন জুড়ে কর্মব্যস্ত থেকে ঘুমাতে চলছে

দীর্ঘ সময়ের জন্য দুজনের ফিরতে হবে আজ দুদিকে ৷

তুমি উঠে দাড়াতেই অজান্তেই হাত টেনে বসিয়ে দিয়েছি

পুরো একটা বছর অপেক্ষার পর কাছে এসেছ তুমি ,

অনেক পীড়াপীড়ি থাকা সত্বেও আজ কথা শুনিনি

তোমার দুহাত লাল রেশমী চুড়িতে ভরিয়ে দিয়েছি ৷

আমি অমর একুশে গ্রন্থমেলার কথা বলছি…….

 

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

One thought on “একুশে বইমেলায় একদিন

  1. ধন্যবাদ শালবন বার্তা কর্তৃপক্ষ কে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

একুশে বইমেলায় একদিন

আপডেট সময় : ০৭:৫৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রজন্ম চত্বর হতে রাজু ভাস্কর্যের দিকে

হাতে হাত রেখে হেটে চলছি উচ্ছসিত হয়ে,

বাম পাশেই রেখেছি তোমায় উৎসের কাছে

হঠাৎই চেপে ধরেছি আমার পানে তাকাবে বলে ৷

একটু এগোতেই রংয়ের শিল্পীদের পীড়াপীড়ি

তোমার হাত ধরে তুলির আঁচড়ে রাঙাবে বলে,

রাগত দৃষ্টিতে মুচকি হেসে তুলি কেঁড়ে নিয়েছি

লিখে দিয়েছি হাতে “অমর একুশে, গ্রন্থের পরশে ”৷

আমি অমর একুশে গ্রন্থমেলার কথা বলছি……. …

 

গেইটের পথে নারী পুরুষের দীর্ঘ লাইনে দাড়িয়ে

তোমায় সামনে রেখেছি একদম কাছাকাছি হয়ে,

ঘাটে বসে তোমার দৃষ্টি শতদলের কলিকায় নিবদ্ধ

আমার লোচনদ্বয় তোমার থুতনির আঁচিলের দিকে ৷

চামেলী হাউজের দিকে তুমি অপলকে তাকিয়ে

পরে মোদের গরবে আত্বচিত্র তোলায় ব্যস্ত তুমি ,

অজান্তেই তোমার হাত ধরে রেখেছি রক্ষকের মত

কভু যদি আজকের এই দিনের সূর্য অস্তমিত না হত!

আমি অমর একুশে গ্রন্থমেলার কথা বলছি……. …

 

নজরুল চত্বরের চারদিকে বড়ায়িদের পদচারনা

নতুন গ্রন্থের গন্ধে মুখরিত হয়ে আছে স্টলগুলো,

কপোত-কপোতীদের দল মেঘের মত ছুটে চলছে

শত সম্পর্কের মানুষের সমারোহে মুখরিত এ মেলা ৷

ফুলের ঝাঁপড়ি পড়ে তুমি হেটে চলছো রাণীর মত

ঠিক যেন সত্তর আশি দশকের সাদা কালো ললনা ,

আমি বারবারই তোমার কাছে ধরা খেয়ে যাচ্ছি

লুকিয়ে লুকিয়ে নয়নযুগলের তৃষ্ণা মেটাতে গিয়ে ৷

আমি অমর একুশে গ্রন্থমেলার কথা বলছি …… …

 

কবিতা প্রেমীর হাতে কবিতা’অলার লিটল ম্যাগাজিন

“শবদেহ ও সময়ের ফ্রেম” সহ আরো অনেক গ্রন্থাবলী,

নব্য নজরুল আর জীবনানন্দের বইয়ে হাত ভরপুর

ক্লান্তিভরা অবয়বেও বই কেনার আনন্দে মুচকি হাসি ৷

মেইট গেটে বের হয়ে আসতেই হৃদয় প্রকম্পিত হলো

অষ্পষ্ট স্বর শুনে হঠাৎই আমার দু’পা থমকে দাড়ালো,

ফিসফিসিয়ে কেউ যেন বলছে ,” আরেকটু থেকে যাও “

আমার মাতৃভাষা আর ভাষা শহীদদের সমন্বিত কন্ঠ !

আমি অমর একুশে গ্রন্থমেলার কথা বলছি……. …

 

উদ্যানের বসে তোমার পানে তাকিয়ে নীরব হয়ে আছি

পাশেই দুটো বায়স পাখি ভালোবাসা বিনিময়ে ব্যস্ত ,

আদিত্য সারা দিন জুড়ে কর্মব্যস্ত থেকে ঘুমাতে চলছে

দীর্ঘ সময়ের জন্য দুজনের ফিরতে হবে আজ দুদিকে ৷

তুমি উঠে দাড়াতেই অজান্তেই হাত টেনে বসিয়ে দিয়েছি

পুরো একটা বছর অপেক্ষার পর কাছে এসেছ তুমি ,

অনেক পীড়াপীড়ি থাকা সত্বেও আজ কথা শুনিনি

তোমার দুহাত লাল রেশমী চুড়িতে ভরিয়ে দিয়েছি ৷

আমি অমর একুশে গ্রন্থমেলার কথা বলছি…….

 

 

শালবনবার্তা২৪.কম/এআর