ধনবাড়ীতে ওরশ থেকে নিখোঁজ যুবকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার

- আপডেট সময় : ০৮:২০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি এলাকার মজারের ওরশ থেকে নিখোঁজ যুবকের মরদেহ জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের পরমান্দপুর এলাকার এক ধানের ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, পাশের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি এলাকার নঈম চাঁনের মাজারের ওরশ থেকে গতকাল রাতে নিখোঁজ হয় মোমিন নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সরিষাবাড়ী ও ধনবাড়ী দুই উপজেলার সীমানাবর্তী এলাকার ঝিনাই নদীর পাশের পরমান্দপুর এলাকার এক কৃষকের ধানের ক্ষেতের কাঁদা মাটিতে পড়ে থাকা এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনী কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিহত যুবক মোমিন মিয়া (১৮) পাশের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ইউনিয়নের মুশুদ্দি বড় ঝোপনা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
নিহত মোমিনের মা পরিবার ও স্থানীয় এলাকাবাসী একে হত্যা দাবি করেছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন