ধনবাড়ীতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
- আপডেট সময় : ০৫:০০:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে ধনবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
পবিত্র রমজান মাসের প্রথম দিন রবিবার (২ মার্চ) সকাল ১১ এগারোটায় ধনবাড়ী পৌরসভার পৌর কিচেন মার্কেটে অভিযান পরিচালনা করা হয় । ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান ধনবাড়ী থানার পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন ।
এসময় ধনবাড়ী পৌর কিচেন মার্কেটের ০৫ জন মুদি দোকানদারকে ৩০০০ টাকা জরিমানা করা হয় । মূল্য তালিকা না থাকায় এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৫১ ধারায় এই জরিমানা আদায় করা হয় ।

অভিযানে ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান বাজার মনিটরিং এর বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় এবং দোকানিরা যাতে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত না করতে পারে সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রে যদি কেউ কোন প্রকার কারসাজি করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

















