ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত চলে গেলেন রনিও

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৪:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

মৃত রুহুল আমীন রনির ফটো

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসপাতাল ঘুরে ঘুরে পাঁচ দিনের মাথায় একই নামের সহযোদ্ধা বন্ধুর পথ ধরে না ফেরার দেশে চলে গেলেন রনিও। টাঙ্গাইলের মধুপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনার দিন ঘটনা স্থলে অটোচালক গফুর, হাসপাতালে টিআইবি’র ইন্টার্ন রুহুল আমিন মারা যাওয়ার পর আহত আরেক রুহুল আমিন ওরফে রনি সোমবার রাত সাড়ে ৮ টার দিকে নিউরো হাসপাতালে মারা গেলেন। এ নিয়ে ওই দিনের ঘটনায় চার জনের মধ্যে তিনজন মারা গেলেন। তাদের একমাত্র নারী সঙ্গী সুমি ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

স্বেচ্ছাসেবক তরুণ রুহুল আমিন রনির মৃত্যুর খবরে মধুপুরের তরুণ সমাজের সর্বত্র শোক বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের গ্রুপে গ্রুপে শোকের চিহ্ন আর বিলাপ আহাজারীতে ভার্চুয়াল জগত অনেকটা ভারি হয়ে গেছে। এলাকার সঙ্গী সাথীরা তাদের জন্য দোয়া মাহফিল, কুরআন পাঠের ব্যবস্থা করে চলছেন। এসব বাধা ডিঙ্গিয়ে রনিও চলে গেলেন।
টিআইবি’র সচেতন নাগরিক কমিটি – সনাক সদস্য সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান তার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বাদ জোহর জানাজা হবে।
প্রয়াত রুহুল আমিন রনি মধুপুর পৌর শহরের টেংরি এলাকার সোলায়মানের ছেলে। তিনি টিআইবির তরুণ সংগঠন ইয়েস গ্রুপের লিডার, রক্তদাতা সংগঠন এবং স্থানীয় নাগরিক ফোরামের সদস্য ছাড়াও নানা স্বেচ্ছাসেবি কাজ করতেন। সুমি ও দুই রুহুল আমিন স্ব স্ব স্থানে অনুকরণীয় চরিত্র। ইতোমধ্যে সুমি এলাকায় নারী কৃষি উদ্যোক্ততা হিসেবে পদক জয়ী হয়ে আলোচিত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মধুপুর শাখার ইর্ন্টাণ ও ইয়েস সদস্যরা গোলাবাড়ী হতে প্রতিষ্ঠানের (এসিজি)’র কাজ শেষ করে মধুপুর ফিরছিলেন। টাঙ্গাইল – জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী ব্রিজ পার হয়ে কাইতকাই সীমানায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাঝিরা গ্রামের সুইখা জোয়ার্দাররর ছেলর অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয় এবং এ সময় অটোরিক্সার যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য রুহুল আমিন, রহুল আমিন রনি ও সুমি আক্তার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাকালীন মধুপুরের পিরোজপুর এলাকার খালু ( পালক বাবা) খোরশেদের পালিতপুত্র রুহুল আমিনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় বৃহস্পতিবার রাতেই ঢকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেলে ভর্তি করে পরে নেয়া হয় পপুলার হাসপাতালে। সেখানে আইসিইউতে রাখার দুইদিনে উন্নতি না হলে রোববার রাতে নিউরো হাসপাতালে স্থানান্তর করে শেষ চেষ্টা করেও ব্যর্থ হলেন সংশ্লিষ্টরা। সবাইকে কাঁদিয়ে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে চলে গেলেন রুহুল আমিন রনি। অন্যদিকে কাজের সঙ্গী সুমি ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে রুহুল আমিন রনিসহ বাকিদের মৃত্যুতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শোক প্রকাশ করেছেন। তিনিসহ টিআইবি পরিবার এ ঘটনায গভীর শোকাহত। তারা নিহতের আত্নার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনাা প্রকাশ করেছেন। আহত সুমির দ্রুত সুস্থতা কামনা করেছেন। শোক জানিয়েছেন মধুপুর সনাকের সভাপতি আব্দুল মালেক, সদস্য ও সাবেক সভাপতি অধ্যক্ষ বজলুর রশীদ খানসহ সনাক পরিবার, ইয়েস গ্রুপের সদস্যগণ।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেষ পর্যন্ত চলে গেলেন রনিও

আপডেট সময় : ০৪:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসপাতাল ঘুরে ঘুরে পাঁচ দিনের মাথায় একই নামের সহযোদ্ধা বন্ধুর পথ ধরে না ফেরার দেশে চলে গেলেন রনিও। টাঙ্গাইলের মধুপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনার দিন ঘটনা স্থলে অটোচালক গফুর, হাসপাতালে টিআইবি’র ইন্টার্ন রুহুল আমিন মারা যাওয়ার পর আহত আরেক রুহুল আমিন ওরফে রনি সোমবার রাত সাড়ে ৮ টার দিকে নিউরো হাসপাতালে মারা গেলেন। এ নিয়ে ওই দিনের ঘটনায় চার জনের মধ্যে তিনজন মারা গেলেন। তাদের একমাত্র নারী সঙ্গী সুমি ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

স্বেচ্ছাসেবক তরুণ রুহুল আমিন রনির মৃত্যুর খবরে মধুপুরের তরুণ সমাজের সর্বত্র শোক বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের গ্রুপে গ্রুপে শোকের চিহ্ন আর বিলাপ আহাজারীতে ভার্চুয়াল জগত অনেকটা ভারি হয়ে গেছে। এলাকার সঙ্গী সাথীরা তাদের জন্য দোয়া মাহফিল, কুরআন পাঠের ব্যবস্থা করে চলছেন। এসব বাধা ডিঙ্গিয়ে রনিও চলে গেলেন।
টিআইবি’র সচেতন নাগরিক কমিটি – সনাক সদস্য সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান তার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বাদ জোহর জানাজা হবে।
প্রয়াত রুহুল আমিন রনি মধুপুর পৌর শহরের টেংরি এলাকার সোলায়মানের ছেলে। তিনি টিআইবির তরুণ সংগঠন ইয়েস গ্রুপের লিডার, রক্তদাতা সংগঠন এবং স্থানীয় নাগরিক ফোরামের সদস্য ছাড়াও নানা স্বেচ্ছাসেবি কাজ করতেন। সুমি ও দুই রুহুল আমিন স্ব স্ব স্থানে অনুকরণীয় চরিত্র। ইতোমধ্যে সুমি এলাকায় নারী কৃষি উদ্যোক্ততা হিসেবে পদক জয়ী হয়ে আলোচিত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মধুপুর শাখার ইর্ন্টাণ ও ইয়েস সদস্যরা গোলাবাড়ী হতে প্রতিষ্ঠানের (এসিজি)’র কাজ শেষ করে মধুপুর ফিরছিলেন। টাঙ্গাইল – জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী ব্রিজ পার হয়ে কাইতকাই সীমানায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাঝিরা গ্রামের সুইখা জোয়ার্দাররর ছেলর অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয় এবং এ সময় অটোরিক্সার যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য রুহুল আমিন, রহুল আমিন রনি ও সুমি আক্তার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাকালীন মধুপুরের পিরোজপুর এলাকার খালু ( পালক বাবা) খোরশেদের পালিতপুত্র রুহুল আমিনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় বৃহস্পতিবার রাতেই ঢকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেলে ভর্তি করে পরে নেয়া হয় পপুলার হাসপাতালে। সেখানে আইসিইউতে রাখার দুইদিনে উন্নতি না হলে রোববার রাতে নিউরো হাসপাতালে স্থানান্তর করে শেষ চেষ্টা করেও ব্যর্থ হলেন সংশ্লিষ্টরা। সবাইকে কাঁদিয়ে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে চলে গেলেন রুহুল আমিন রনি। অন্যদিকে কাজের সঙ্গী সুমি ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে রুহুল আমিন রনিসহ বাকিদের মৃত্যুতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শোক প্রকাশ করেছেন। তিনিসহ টিআইবি পরিবার এ ঘটনায গভীর শোকাহত। তারা নিহতের আত্নার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনাা প্রকাশ করেছেন। আহত সুমির দ্রুত সুস্থতা কামনা করেছেন। শোক জানিয়েছেন মধুপুর সনাকের সভাপতি আব্দুল মালেক, সদস্য ও সাবেক সভাপতি অধ্যক্ষ বজলুর রশীদ খানসহ সনাক পরিবার, ইয়েস গ্রুপের সদস্যগণ।

 

শালবনবার্তা২৪.কম/এআর