মধুপুরে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

- আপডেট সময় : ১২:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে রফিজ উদ্দিন (৫৪) নামের সিএনজি চালিত এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মধুপুর স্মৃতি রোডের দেবের বাড়ি এলাকার একটি বাড়ির পিছনের গাছের বাগানের ফাঁকা জায়গা থেকে এ লাশ উদ্ধার হয়েছে। সকাল ৭ টার দিকে নজরে এলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সুরৎহাল করে লাশ থানায় নিয়ে আসে। মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও ওসি এমরানুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত রফিজ উদ্দিন উপজেলার আউশনারা ইউনিয়নের বোকারবাইদ গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে। পাশের মোটের বাজার এলাকার শ্বশুর মৃত একাব্বর আলীর বাড়ির কাছে বাড়ি করে তিনি নিজের সিএনজি চালিত অটোরিক্সা চালাতেন।
সিএনজি চালক সেলিম, আয়েন উদ্দিনসহ একাধিক চালক জানান, এর আগে তিনি ব্যাটারি চালিত অটো চালাতেন। কিছুদিন আগে সেকেন্ড হ্যান্ড সিএনজি চালিত অটোরিক্সা কিনেছেন।
পরিবার সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় অটোরিক্সা রেখে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে মধুপুরে এসেছিলেন। রাতে বাড়িতে ফিরেননি।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোসহ আইনী প্রক্রিয়া চলছে।