স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ১০:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চারুশীলন ইনস্টিটিউট নামে চিত্রকলা প্রতিষ্ঠানের আয়োজনে এই শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে মধুপুর ক্লাবের তৃতীয় তলায় চারুশীলন ইনস্টিটিউট মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও শালবনবার্তা ২৪ ডট কমের সম্পাদক এস এম শহীদ।
চারুশীলনের পরিচালক, ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ফারহাদ হোসেন তরফদার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন চারুশীলন ইনস্টিটিউট অব টেকনোলজি’র পরিচালনা পরিষদের সদস্য ফারুক আহমেদ,অভিভাবক শাহ আলম সরকার, রুবিনা খাতুন।
শেষে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।