ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রক্তের বাঁধন যুব সংস্থার ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৪:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের বাঁধন যুব সংস্থা গোলাবাড়ী’র আয়োজনে অসচ্ছল, নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার বিতরণ শেষে  ইফতার মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে গোলাবাড়ী বাজারে রক্তের বাঁধন যুব সংস্থার কার্যালয়ের সামনে এ কর্মসূচি  বাস্তবায়ন করে সংস্থাটি।

অনুষ্ঠানে শতাধিক অসহায় নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে সেমাই, চিনি, বস্ত্র, নগদ অর্থসহ বিভিন্ন উপহার তুলে দেয়া হয়। ঈদ উপহার বিতরণ শেষে সংগঠনের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আহমেদ আলী রানা, বিশেষ অতিথি ইউপি সদস্য রফিকুল ইসলাম সোহেল, দারুণ জান্নাত কাওমিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক কারী ইসমাইল হোসেন৷ অনুষ্ঠানে সভাপত্বিত করেন আলহাজ্ব খলিলুর  রহমান৷

”রক্তের বাঁধন যুব সংস্থা”র প্রতিষ্ঠাতা ডা. আনোয়ার হোসেনের পরিচালনায় ইফতারপূর্ব শুভেচ্ছা বিনিময় ও এক আলোচনা সভা করেন৷ তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে ঈদের সময় আমাদের সমাজে অনেক মানুষের মুখে হাসি থাকে না। কারণ তারা সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারেন না। এই মানুষগুলো লোক লজ্জায় কারো কাছে হাত পাততেও পারেন না। সেসব অসচ্ছল নিম্নমধ্যবিত্ত মানুষদের জন্য ‘রক্তের বাঁধন যুব সংস্থা’র এই ঈদ উপহার।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব খলিলুর বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা আমাদের চারপাশের নিম্ন মধ্যবিত্ত এবং অসচ্ছল মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যপণ্য, নগদ অর্থ ও বস্ত্র তুলে দিয়েছি। আমাদের এই মানবিক কাজে সংগঠনের অনেক সদস্য এবং উপদেষ্টা অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন। আমরা তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ডা. আ. খালেক, আব্দুল আজিজ, সংগঠনের সদস্য সোহেল, ডা.হেলাল উদ্দিন, মো. শহীন, মো. রবিন, আরশেদ আলম, আফজাল প্রমুখ।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রক্তের বাঁধন যুব সংস্থার ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৪:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

টাঙ্গাইলের মধুপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের বাঁধন যুব সংস্থা গোলাবাড়ী’র আয়োজনে অসচ্ছল, নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার বিতরণ শেষে  ইফতার মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে গোলাবাড়ী বাজারে রক্তের বাঁধন যুব সংস্থার কার্যালয়ের সামনে এ কর্মসূচি  বাস্তবায়ন করে সংস্থাটি।

অনুষ্ঠানে শতাধিক অসহায় নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে সেমাই, চিনি, বস্ত্র, নগদ অর্থসহ বিভিন্ন উপহার তুলে দেয়া হয়। ঈদ উপহার বিতরণ শেষে সংগঠনের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আহমেদ আলী রানা, বিশেষ অতিথি ইউপি সদস্য রফিকুল ইসলাম সোহেল, দারুণ জান্নাত কাওমিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক কারী ইসমাইল হোসেন৷ অনুষ্ঠানে সভাপত্বিত করেন আলহাজ্ব খলিলুর  রহমান৷

”রক্তের বাঁধন যুব সংস্থা”র প্রতিষ্ঠাতা ডা. আনোয়ার হোসেনের পরিচালনায় ইফতারপূর্ব শুভেচ্ছা বিনিময় ও এক আলোচনা সভা করেন৷ তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে ঈদের সময় আমাদের সমাজে অনেক মানুষের মুখে হাসি থাকে না। কারণ তারা সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারেন না। এই মানুষগুলো লোক লজ্জায় কারো কাছে হাত পাততেও পারেন না। সেসব অসচ্ছল নিম্নমধ্যবিত্ত মানুষদের জন্য ‘রক্তের বাঁধন যুব সংস্থা’র এই ঈদ উপহার।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব খলিলুর বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা আমাদের চারপাশের নিম্ন মধ্যবিত্ত এবং অসচ্ছল মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যপণ্য, নগদ অর্থ ও বস্ত্র তুলে দিয়েছি। আমাদের এই মানবিক কাজে সংগঠনের অনেক সদস্য এবং উপদেষ্টা অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন। আমরা তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ডা. আ. খালেক, আব্দুল আজিজ, সংগঠনের সদস্য সোহেল, ডা.হেলাল উদ্দিন, মো. শহীন, মো. রবিন, আরশেদ আলম, আফজাল প্রমুখ।

 

শালবনবার্তা২৪.কম/এআর