ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এমআরবিপিএল-২০২৫

ক্রিকেটের এমন আয়োজন অব্যাহত থাকুক, ক্রীড়ার পরিবেশ ফিরুক

স্পোর্টস ডেস্ক শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১১:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

১৯৮৯ ব্যাচের মধুপুর রাণী ভবানীয়ান,পাবনা ঈশ্বরদীর সুপাক্রপ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. খন্দকার মহিউল আলম রিপন বলেছেন,

রাণী ভবানীর তরুণ সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ক্রীড়ার অন্যতম বিশ্ব জনপ্রিয় ক্রিকেট লীগের আয়োজন প্রশংসার দাবিদার। এ আয়োজন রাণী ভবানীয়ানদের এক সূত্রে ধরে রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এক সময় মধুপুরে ক্রীড়ার নানা ইভেন্টের আয়োজন হতো। এখন আর দেখা যায় না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ক্রিকেটের এমন আয়োজন মধুপুরে অব্যাহত থাকুক,ক্রীড়ার পরিবেশ ফিরুক।

বৃহস্পতিবার চারটি ম্যাচের প্রথম ম্যাচ পরবর্তী

ম্যাচ সেরার হাতে ট্রফি তুলে দেয়া ও আয়োজক খেলোয়াড়দের উৎসাহ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমআর বিপিএল২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান সকাল ও বিকেলের দুই পর্বে সভাপতিত্ব করেন। বিকলের পর্বে প্রধান অতিথি ছিলেন রাণী ভবানীয়ান, ১৯৮৩ ব্যাচের কৃতি শিক্ষার্থী নাজের হোসেন সরকার।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) খেলার ফলাফল

 

ঈদের চতুর্থ দিনের প্রথম ম্যাচে গোল্ডেন পাস্ট (সোনালী অতীত) ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১৩১ রান করে। জবাবে ভবানিয়ান ভাইবার্স তিন উইকেট হারিয়ে ৭ ওভারে জয়ের টার্গেটে পৌছে।

দ্বিতীয় ম্যাচ ওরা ১১ ও এম আর বি স্পোর্টস টিমের মধ্যে অনুষ্ঠিত হয়। দশ ওভারে ১০১ রান করে ৫ উইকেট হারিয়ে মাঠ ছাড়ে ওরা ১১। দ্বিতীয় ইনিংসে এমআরবি স্পোর্টস মাঠে নেমে ৫ উইকেট হারিয়ে ৯.২ ওভারে জয়লাভ করে।

তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রেন্ডস ইউনিটি ও ফিউরাস১২ দলের মধ্যে। ফ্রেন্ডস ইউনিটি মাঠে নেমে ১০ ওভারে মাত্র ৩ উইকেটে ১৬৮ রান করে ১৬৯ এর টার্গেট দেয়। ফিউরাস ৩ উইকেটে ১০ ওভার খেলে মাত্র ৯৮ রান করে পরাজিত হয়। দিনের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয় দুরন্ত’১৯ ও স্পোর্টস মাস্টার টিমের মধ্যে। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে দূরন্ত’১৯ টিম ১৩৭ রান সংগ্রহ করে মাঠ ছাড়ার পর দ্বিতীয় ইনিংসে স্পোর্টস মাস্টার’১৪ দশ ওভারে ৩ উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছে জয়লাভ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এমআরবিপিএল-২০২৫

ক্রিকেটের এমন আয়োজন অব্যাহত থাকুক, ক্রীড়ার পরিবেশ ফিরুক

আপডেট সময় : ১১:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

১৯৮৯ ব্যাচের মধুপুর রাণী ভবানীয়ান,পাবনা ঈশ্বরদীর সুপাক্রপ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. খন্দকার মহিউল আলম রিপন বলেছেন,

রাণী ভবানীর তরুণ সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ক্রীড়ার অন্যতম বিশ্ব জনপ্রিয় ক্রিকেট লীগের আয়োজন প্রশংসার দাবিদার। এ আয়োজন রাণী ভবানীয়ানদের এক সূত্রে ধরে রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এক সময় মধুপুরে ক্রীড়ার নানা ইভেন্টের আয়োজন হতো। এখন আর দেখা যায় না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ক্রিকেটের এমন আয়োজন মধুপুরে অব্যাহত থাকুক,ক্রীড়ার পরিবেশ ফিরুক।

বৃহস্পতিবার চারটি ম্যাচের প্রথম ম্যাচ পরবর্তী

ম্যাচ সেরার হাতে ট্রফি তুলে দেয়া ও আয়োজক খেলোয়াড়দের উৎসাহ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমআর বিপিএল২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান সকাল ও বিকেলের দুই পর্বে সভাপতিত্ব করেন। বিকলের পর্বে প্রধান অতিথি ছিলেন রাণী ভবানীয়ান, ১৯৮৩ ব্যাচের কৃতি শিক্ষার্থী নাজের হোসেন সরকার।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) খেলার ফলাফল

 

ঈদের চতুর্থ দিনের প্রথম ম্যাচে গোল্ডেন পাস্ট (সোনালী অতীত) ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১৩১ রান করে। জবাবে ভবানিয়ান ভাইবার্স তিন উইকেট হারিয়ে ৭ ওভারে জয়ের টার্গেটে পৌছে।

দ্বিতীয় ম্যাচ ওরা ১১ ও এম আর বি স্পোর্টস টিমের মধ্যে অনুষ্ঠিত হয়। দশ ওভারে ১০১ রান করে ৫ উইকেট হারিয়ে মাঠ ছাড়ে ওরা ১১। দ্বিতীয় ইনিংসে এমআরবি স্পোর্টস মাঠে নেমে ৫ উইকেট হারিয়ে ৯.২ ওভারে জয়লাভ করে।

তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রেন্ডস ইউনিটি ও ফিউরাস১২ দলের মধ্যে। ফ্রেন্ডস ইউনিটি মাঠে নেমে ১০ ওভারে মাত্র ৩ উইকেটে ১৬৮ রান করে ১৬৯ এর টার্গেট দেয়। ফিউরাস ৩ উইকেটে ১০ ওভার খেলে মাত্র ৯৮ রান করে পরাজিত হয়। দিনের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয় দুরন্ত’১৯ ও স্পোর্টস মাস্টার টিমের মধ্যে। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে দূরন্ত’১৯ টিম ১৩৭ রান সংগ্রহ করে মাঠ ছাড়ার পর দ্বিতীয় ইনিংসে স্পোর্টস মাস্টার’১৪ দশ ওভারে ৩ উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছে জয়লাভ করে।