ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ৫ম দিনেও বরবাদ-দাগির দাপট: কোন সিনেমা কত আয় করল

বিনোদন ডেস্ক রিপোর্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

দেশের চলচ্চিত্রাঙ্গনে এমন ঈদ যেন বারবার দেখতে চাইবেন শোবিজাঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট সংকট, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া— সবমিলিয়ে দারুণ সময় পার করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ৬টি ছবি- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও  ‘অন্তরাত্মা’। এর মধ্যে চারটি সিনেমা বেশ আলোচিত ছিল। প্রেক্ষাগৃহেও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিনেমাগুলো।

ঈদের প্রথম সপ্তাহে এখনও মাল্টিপ্লেক্সসহ সিঙ্গেল স্ক্রিনে চুটিয়ে ব্যবসা করছে এই চারটি ছবি। তাই দর্শকমহলেও স্বাভাবিকভাবে সিনেমাগুলোর আয় নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে।

যেহেতু বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদে মুক্তির ৫ম দিন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা সহজে জানার খুব একটা সুযোগ নেই।

তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদের দেওয়া তথ্যমতে ঈদের সিনেমাগুলোর মাল্টিপ্লেক্স থেকে ৫ম দিনের আয় জানা যাচ্ছে। ঢাকা পোস্টের পাঠকদের জন্য সেই আয়ের সংখ্যাটাই তুলে ধরা হলো-

বরবাদ
চতুর্থ দিনের তুলনায় ঈদের ৫ম দিনে বরবাদের গ্রস কালেকশন কিছুটা কমেছে। সিনেমাটি ৫ম দিনে মাল্টিপ্লেক্সের ৫০টি শো থেকে আয় করেছে ৫৫ লাখ ৪০ হাজার টাকা। শাকিব খানের এই সিনেমার ৫দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি ছুটির শেষ দিনে আজ বরবাদের আয়ের পরিমাণ আরও বাড়বে। কারণ স্টার সিনেপ্লেক্সে বরবাদের শো-এর পরিমাণ বেড়েছে। সেক্ষেত্রে ৬ষ্ঠ দিন শেষে শুধু মাল্টিপ্লেক্সেই বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে ৩ কোটি টাকা।

এদিকে সিঙ্গেল স্ক্রিন থেকে ৫ দিনে ‘বরবাদ’ কতো টাকা আয় করলো তা সহজে জানার সুযোগ খুব একটা নেই। তবে হল মালিকরা বেশ মোটা অংকের বুকিং মানি দিয়ে ছবিটি তাদের প্রেক্ষাগৃহে চালাচ্ছেন। সারাদেশে প্রায় একশ’টির মতো হলে বর্তমানে বরবাদের একাধিক শো চলছে।

যেহেতু সারাদেশে মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা অনেক এবং হল মালিকেরা আগেই বুকিং মানি পরিশোধ করে বরবাদ তাদের সিনেমা হলে চালাচ্ছেন, সে হিসেবে শাকিবের এই সিনেমার আয় এখন পর্যন্ত কয়েক কোটিতে গিয়ে দাঁড়িয়েছে।

দাগি
আয়ের দিক থেকে দ্বিতীয়তে রয়েছে আফরান নিশোর দাগি। প্রতিদিনই মাল্টিপ্লেক্সে দাগির আয়ের পরিমাণ বেড়েছে। এই সিনেমার ৫ দিনে গ্রস কালেকশনে কেবলই উপরের দিকে উঠেছে। ৫ম দিনেও মাল্টিপ্লেক্সে সিনেমাটি আয় করেছে প্রায় ৩২ লাখ টাকা। নিশো-তমা মির্জার এই সিনেমার ৫ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।

মাল্টিপ্লেক্স বাদেও দেশের বেশ কিছু সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে দাগি। সেদিক থেকে এই সিনেমার আয় ইতোমধ্যেই দুই কোটি ছাড়িয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

জংলি
সিয়াম আহমেদের জংলিকে এবারের ঈদুল ফিতরে কিছুটা দূর্ভাগা সিনেমাও বলা চলে। এখনও পর্যন্ত জংলির সবগুলো শো হাউজফুল যাচ্ছে সিনেপ্লেক্সে। তবুও ঈদের ৫ম দিনে সিনেমাটি মাত্র ৭টি শো পেয়েছে। যে কারণে দাগি ও বরবাদের সঙ্গে লড়াইয়ে কিছুটা ক্ষতিগ্রস্থই হলো সিয়াম-বুবলীর এই ছবি।

তবুও ৫ম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমা আয় করেছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা। আর ৫ দিন শেষে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৭ লাখ টাকা।

চক্কর
এবারের ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’। ঈদের ৫ম দিনে মাল্টিপ্লেক্সে ৪টি শো থেকে প্রায় ৪ লাখ ও মোট ২৭ লাখ টাকা আয় করেছে সিনেমাটি।

জ্বীন ৩
প্রথম সপ্তাহে এডিটিং সংশ্লিষ্ট কিছু জটিলতা থাকায় কম হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে মাল্টিপ্লেক্সে শো বেড়েছে, আয়ও বেড়েছে নুসরাত ফারিয়ার জ্বীন ৩-এর। গতকাল সিনেপ্লেক্সে দুটি হাউজফুল শো দিয়েছে এই ছবি। ৫ম দিনে এই সিনেমার আয় ছিল সাড়ে তিন লাখ টাকা। এখন পর্যন্ত মোট আয় প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদের ৫ম দিনেও বরবাদ-দাগির দাপট: কোন সিনেমা কত আয় করল

আপডেট সময় : ০৩:৫৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

দেশের চলচ্চিত্রাঙ্গনে এমন ঈদ যেন বারবার দেখতে চাইবেন শোবিজাঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট সংকট, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া— সবমিলিয়ে দারুণ সময় পার করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ৬টি ছবি- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও  ‘অন্তরাত্মা’। এর মধ্যে চারটি সিনেমা বেশ আলোচিত ছিল। প্রেক্ষাগৃহেও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিনেমাগুলো।

ঈদের প্রথম সপ্তাহে এখনও মাল্টিপ্লেক্সসহ সিঙ্গেল স্ক্রিনে চুটিয়ে ব্যবসা করছে এই চারটি ছবি। তাই দর্শকমহলেও স্বাভাবিকভাবে সিনেমাগুলোর আয় নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে।

যেহেতু বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদে মুক্তির ৫ম দিন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা সহজে জানার খুব একটা সুযোগ নেই।

তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদের দেওয়া তথ্যমতে ঈদের সিনেমাগুলোর মাল্টিপ্লেক্স থেকে ৫ম দিনের আয় জানা যাচ্ছে। ঢাকা পোস্টের পাঠকদের জন্য সেই আয়ের সংখ্যাটাই তুলে ধরা হলো-

বরবাদ
চতুর্থ দিনের তুলনায় ঈদের ৫ম দিনে বরবাদের গ্রস কালেকশন কিছুটা কমেছে। সিনেমাটি ৫ম দিনে মাল্টিপ্লেক্সের ৫০টি শো থেকে আয় করেছে ৫৫ লাখ ৪০ হাজার টাকা। শাকিব খানের এই সিনেমার ৫দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি ছুটির শেষ দিনে আজ বরবাদের আয়ের পরিমাণ আরও বাড়বে। কারণ স্টার সিনেপ্লেক্সে বরবাদের শো-এর পরিমাণ বেড়েছে। সেক্ষেত্রে ৬ষ্ঠ দিন শেষে শুধু মাল্টিপ্লেক্সেই বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে ৩ কোটি টাকা।

এদিকে সিঙ্গেল স্ক্রিন থেকে ৫ দিনে ‘বরবাদ’ কতো টাকা আয় করলো তা সহজে জানার সুযোগ খুব একটা নেই। তবে হল মালিকরা বেশ মোটা অংকের বুকিং মানি দিয়ে ছবিটি তাদের প্রেক্ষাগৃহে চালাচ্ছেন। সারাদেশে প্রায় একশ’টির মতো হলে বর্তমানে বরবাদের একাধিক শো চলছে।

যেহেতু সারাদেশে মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা অনেক এবং হল মালিকেরা আগেই বুকিং মানি পরিশোধ করে বরবাদ তাদের সিনেমা হলে চালাচ্ছেন, সে হিসেবে শাকিবের এই সিনেমার আয় এখন পর্যন্ত কয়েক কোটিতে গিয়ে দাঁড়িয়েছে।

দাগি
আয়ের দিক থেকে দ্বিতীয়তে রয়েছে আফরান নিশোর দাগি। প্রতিদিনই মাল্টিপ্লেক্সে দাগির আয়ের পরিমাণ বেড়েছে। এই সিনেমার ৫ দিনে গ্রস কালেকশনে কেবলই উপরের দিকে উঠেছে। ৫ম দিনেও মাল্টিপ্লেক্সে সিনেমাটি আয় করেছে প্রায় ৩২ লাখ টাকা। নিশো-তমা মির্জার এই সিনেমার ৫ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।

মাল্টিপ্লেক্স বাদেও দেশের বেশ কিছু সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে দাগি। সেদিক থেকে এই সিনেমার আয় ইতোমধ্যেই দুই কোটি ছাড়িয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

জংলি
সিয়াম আহমেদের জংলিকে এবারের ঈদুল ফিতরে কিছুটা দূর্ভাগা সিনেমাও বলা চলে। এখনও পর্যন্ত জংলির সবগুলো শো হাউজফুল যাচ্ছে সিনেপ্লেক্সে। তবুও ঈদের ৫ম দিনে সিনেমাটি মাত্র ৭টি শো পেয়েছে। যে কারণে দাগি ও বরবাদের সঙ্গে লড়াইয়ে কিছুটা ক্ষতিগ্রস্থই হলো সিয়াম-বুবলীর এই ছবি।

তবুও ৫ম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমা আয় করেছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা। আর ৫ দিন শেষে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৭ লাখ টাকা।

চক্কর
এবারের ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’। ঈদের ৫ম দিনে মাল্টিপ্লেক্সে ৪টি শো থেকে প্রায় ৪ লাখ ও মোট ২৭ লাখ টাকা আয় করেছে সিনেমাটি।

জ্বীন ৩
প্রথম সপ্তাহে এডিটিং সংশ্লিষ্ট কিছু জটিলতা থাকায় কম হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে মাল্টিপ্লেক্সে শো বেড়েছে, আয়ও বেড়েছে নুসরাত ফারিয়ার জ্বীন ৩-এর। গতকাল সিনেপ্লেক্সে দুটি হাউজফুল শো দিয়েছে এই ছবি। ৫ম দিনে এই সিনেমার আয় ছিল সাড়ে তিন লাখ টাকা। এখন পর্যন্ত মোট আয় প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

 

শালবনবার্তা২৪.কম/এআর