সংবাদ শিরোনাম :
এমআরবিপিএল-২০২৫ সেমিফাইনাল
দেশ গঠনে তরুণদের ক্রীড়া চর্চা ও ইতিহাস জানা থাকা জরুরী

ক্রীড়া করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৮:২৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

১৯৬৮ ব্যাচের কৃতি মধুপুর রাণী ভবানীয়ান জীবন কুমার চৌধুরী বলেন, রাণী ভবানীয়ানরা পাকিস্তান আমলে ১৯৬৭ সালে ক্রিকেট আয়োজনে প্রথম অংশ নিয়েছিলেন। যা মধুপুরের একটি ঐতিহাসিক ঘটনা। তার ধারাবাহিকতা আজকের ক্রিকেট আয়োজন। দেরিতে হলেও এ আয়োজনে নিজেকে আজ সম্পৃক্ত করতে পেরে আরেকটা ইতিহাসের সাক্ষি হলাম।
শনিবার প্রথম সেমি ফাইনালের ম্যাচ শেষে
ম্যাচ সেরার হাতে ট্রফি তুলে দেয়া, আয়োজক এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে এসে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ১৯৮৮ ব্যাচের আরেক কৃতি শিক্ষার্থী প্রকৌশলী
শ্যামসুন্দর বসু।
তারা বলেন, দেশ গঠনে তরুণদেরকে নিজেদের প্রস্তুতিতে যেমন ক্রীড়া চর্চা করা জরুরী তেমনি ক্রীড়াসহ স্থানীয় সব ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞান থাকা জরুরী। তরুণদের এসবে আগ্রহী করতে অগ্রজদের ভূমিকা রাখার প্রতি তাগিদ দিয়েছেন তারা।
শুধু ক্রিকেট নয় ভবিষ্যতে ক্রীড়ার বিভিন্ন ইভেন্টের আয়োজনের আহ্বান জানিয়েছেন তারা।
রোববার (৬ এপ্রিল) সেমি ফাইনাল খেলার ফলাফল
সেমি ফাইনালের প্রথম ম্যাচে ফ্রেন্ডস ইউনিটি’২১ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান করে মাঠ ছাড়ে। ১০৪ রানের টার্গেটে নেমে দ্বিতীয় ইনিংসে সিক্সার সিক্সটিন ৪ বল হাতে থাকতেই চার উইকেটের বিনিময়ে ১০৬ রান সংগ্রহের মাধ্যমে ৬ উইকেটে জিতে ফাইনালে উঠে যায়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সিক্সার সিক্সটিনের শশাঙ্ক মৃ।
দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বাইন্ডারি ব্রেকার্স’২২ এবং ভবানীয়ান স্টাইকার্স’২৩ এর মধ্যে।
ভবানীয়ান স্টাইকার্স’২৩ প্রথম ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করে। প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসের মাঠে আসে
বাইন্ডারি ব্রেকার্স’২২। মাত্র চার বল খেলা হলে আলোর স্বল্পতার কারণে ম্যাচ স্থগিত করেন আম্পায়ার। ঘোষণা দেন সোমবার বিকাল তিনটায় ম্যাচের পরবর্তী অংশ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রোববার এই ম্যাচ শেষে যে দল জয় পাবে, মঙ্গলবার বিকেল ৩ টায় সিক্সার সিক্সটিনের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ান ট্রফির জন্য তাদের লড়তে হবে।