ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

মধুপুর কে সুন্দর করে গড়ার আহ্বান ইউএনও’র

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৩৮৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলা প্রশাসন চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জোবায়ের হোসেন। প্রাথমিকের প্রধান শিক্ষক নার্গিস আক্তারের সঞ্চালনায়
বক্তব্য রাখেন বিশেষ অতিথি মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, সাংবাদিক এস এম শহীদ, মধুপুর স্কাউট কমিশনার তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফকির।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড (শাপলা)পাওয়া মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী হাসনাত মুনতাসীর ও পার্থ রবিদাসকে সংবর্ধনা দেয়া হয়। তাদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মির্জা জোবায়ের হোসেন সহ অন্যান্য অতিথি বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন তার বক্তব্যে বলেন, স্কাউট আন্দোলন একটা নিয়মতান্ত্রিক আন্দোলন। দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আন্দোলন। প্রতিটি স্কাউট সদস্যের মানসিকতা থাকতে হবে সমাজের ভালো কাজের উদ্যোগ নিয়ে তার বাস্তবায়ন করার। মধুপুর থেকে যে দুইজন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে তাদের অনুসরণ করতে হবে। সবার ভাগ্যে দেশের রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার সুযোগ হয় না। সবাইকে এই অ্যাওয়ার্ড পাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি মধুপুরকে সুন্দর মধুপুর গড়ার জন্য সবাইকে বিশেষ করে স্কাউটদের কাজ করার আহ্বান জানান।

শেষে অ্যাওয়ার্ড প্রাপ্ত দুই শিক্ষার্থী তাদের অভিমত ব্যক্ত করে বক্তৃতা করেন।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

মধুপুর কে সুন্দর করে গড়ার আহ্বান ইউএনও’র

আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলা প্রশাসন চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জোবায়ের হোসেন। প্রাথমিকের প্রধান শিক্ষক নার্গিস আক্তারের সঞ্চালনায়
বক্তব্য রাখেন বিশেষ অতিথি মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, সাংবাদিক এস এম শহীদ, মধুপুর স্কাউট কমিশনার তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফকির।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড (শাপলা)পাওয়া মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী হাসনাত মুনতাসীর ও পার্থ রবিদাসকে সংবর্ধনা দেয়া হয়। তাদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মির্জা জোবায়ের হোসেন সহ অন্যান্য অতিথি বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন তার বক্তব্যে বলেন, স্কাউট আন্দোলন একটা নিয়মতান্ত্রিক আন্দোলন। দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আন্দোলন। প্রতিটি স্কাউট সদস্যের মানসিকতা থাকতে হবে সমাজের ভালো কাজের উদ্যোগ নিয়ে তার বাস্তবায়ন করার। মধুপুর থেকে যে দুইজন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে তাদের অনুসরণ করতে হবে। সবার ভাগ্যে দেশের রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার সুযোগ হয় না। সবাইকে এই অ্যাওয়ার্ড পাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি মধুপুরকে সুন্দর মধুপুর গড়ার জন্য সবাইকে বিশেষ করে স্কাউটদের কাজ করার আহ্বান জানান।

শেষে অ্যাওয়ার্ড প্রাপ্ত দুই শিক্ষার্থী তাদের অভিমত ব্যক্ত করে বক্তৃতা করেন।

 

শালবনবার্তা২৪.কম/এআর