MRBPL-25 (SEASON-1)
এমআরবিপিএল ২০২৫ এর চ্যাম্পিয়ান সিক্সার সিক্সটিন

- আপডেট সময় : ১০:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৪৫৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে। জাঁকজমক এ আয়োজন হয়েছিল মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। মধুপুর রাণী ভবানীর সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মধুপুর রাণী ভবানী প্রিমিয়ার লিগ- এমআরবিপিএল ২০২৫ নামের টুর্নামেন্টের মেগা ফাইনালে শক্তিশালী বাউন্ডারি ব্রেকার্সকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সিক্সআর সিক্সটিন। টচে পরাজিত হয়ে ব্যাটিং করার সুযোগ পায় বাউন্ডারি ব্রেকারস। নির্ধারিত দশ ওভার ব্যাটিং করে মাত্র ৭৪ রান তুলতে সক্ষম হয়।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিক্সার্স সিক্সটিন। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন ২০১৬ ব্যাচের দল সিক্সার সিক্সটিন টিমের শশাঙ্ক ম্রং।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর রাণী ভবানীর ১৯৮০ ব্যাচের কৃতি শিক্ষার্থী রাজনীতিক জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী এম রতন হায়দার।