সংবাদ শিরোনাম :
স্নাতক সমমান মর্যাদার দাবি
মধুপুর নার্সিং ইন্সটিটিউট শিক্ষার্থীদের প্রেসক্লাবের সামনে মানববন্ধন

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৮:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রিকে স্নাতক মর্যাদার দাবির চলমান আন্দোলনে মধুপুর নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা একাত্নতা প্রকাশ করে মধুপুর প্রেসক্লাব সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পরিচালনা করেছে।
রোববার দুপুরে ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রাকটিস বর্জন করে মধুপুর প্রেসক্লাবের সামনে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

প্রেসক্লাবের সামনের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়নো শিক্ষার্থীদের হাতে দাবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড ছিল। এসময় প্রতিবাদী স্লোগানে আশপাশ আলোড়িত হয়। উক্ত মানববন্ধনে ডিপ্লোমা শিক্ষার্থীদের দুর্দশা ও তাদের সাথে অবিরত ঘটে যাওয়া বৈষম্যের কথা স্মরণ করিয়ে বক্তব্য দেন অত্র কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী খন্দকার বদিউজ্জামান বুলবুল। এই সময় উপস্থিত ছিলেন আন্তাকামুন সানিন, সাখাওয়াত হোসেন, হাসিবুল শান্ত, সিনমিন, মো হাসান, মারুফ, মীম, নাছির, নাঈম, সাথী, পুজাসহ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন অব্যাহত রাখতে মধুপুর নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বদ্ধপরিকর।
শালবনবার্তা২৪.কম/এআর