টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ জনের কারাদণ্ড ও জরিমানা

- আপডেট সময় : ০৪:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ অভিযানে দুজনকে ১ লাখ টাকা জরিমানা সহ সাত দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার সন্ধ্যায় অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার মোঃ মকবুল হোসেন।
আসামীরা হলেন, ধাইন্যা ইউনিয়নের বুদ্দু মিয়ার ছেলে জহরুল ইসলাম একই ইইনিয়নের নুরুল ইসলামের ছেলে আব্দুল মান্নান।
তারা দীর্ঘদিন যাবৎ সদর উপজেলায় বিভিন্ন জায়গাতে অবৈধভাবে বালু উত্তোলন সহ ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রয় করে আসছে বলে অভিযোগ পাওয়া যায় ।
টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন বলেন, সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে শ্যামার ঘাট এবং কাতুলি ইউনিয়নে চারাবাড়ী ঘাট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২জনকে ১ লক্ষ টাকা জরিমানা সাত দিনের কারাদণ্ড করা হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা, নদী থেকে বালু উত্তোলন এবং অবৈধভাবে জমি দখলের প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।