রেলওয়ের ডিজি’র একান্ত সচিব হলেন মধুপুরের নাসির

- আপডেট সময় : ০২:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ৩৭৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি)একান্ত সচিব পদে পদায়িত হয়েছেন টাঙ্গাইলের মধুপুরের কৃতি সন্তান নাসির উদ্দিন।
সংশ্লিষ্ট দপ্তরাদেশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্মারক (নং৫৪.০১.০০০০.০০৪.১৯.০০১.০১ (লুজ)-২১০০ ওই সূত্রটি জানায়, নাসির উদ্দিন
বাংলাদেশ রেলওয়ে- ভবন ঢাকার উপ পরিচালক (পার্সোনাল -২) চলতি দায়িত্ব থেকে মহাপরিচালকের একান্ত সচিব (পিএস টু ডিজি) হিসেবে পদায়িত হয়েছে।
নাসির উদ্দিন টাঙ্গাইলের মধুপুরের উপজেলার আউশনারা ইউনিয়নের হলুদিয়া কৈয়াপাড়ার মৃত নবাব আলী ও ফাতেমা বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান। ৩৩ তম বিসিএস এর মাধ্যমে ২০১৪ সালে বাংলাদেশ রেলওয়েতে তিনি যোগদান করেন। রেলওয়ের এই কর্মকর্তা নাসির উদ্দিন)মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৩ সালে এইচএসসি পাশ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ৩৩ তম বিসিএস পরীক্ষায় যোগ্যতা অর্জন করে ২০১৪ সালে রেলওয়ে যোগদান করেন। এক দশকের বেশী সময় রেলওয়ে বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সর্বশেষ ঢাকার অফিসে দায়িত্ব পালন করেন। গত ২২ মে উপ পরিচালক( পার্সোনাল -২) আবরার হোসেন স্বাক্ষরিত দপ্তরাদেশে তিনি পিএস টু ডিজি পদে কর্মরত থেকে উল্লিখিত পদে পদায়িত হয়েছেন। তার এমন পদায়নে মধুপুরের বিশিষ্টজনসহ শুভানুধ্যায়ী,বন্ধু,স্বজনরা নাসির উদ্দিনকে অভিনন্দিত করেছেন।
শালবনবার্তা২৪.কম/এআর