ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুর পৌরসভার ১ শ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের ১শ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। যা গত অর্থ বছরের তুলনায় প্রায় ১৯ কোটি টাকা কম। গত অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ১১৯ কোটি ৯৯ লাখ টাকার উপরে। তার আগের অর্থ বছরেও ছিল আসন্ন অর্থ বছরের চেয়ে বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ১১৪ কোটি টাকার উপরে।
বুধবার (২৫ জুন) দুপুরে পৌরসভার হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন ।
ঘোষিত বাজেটে ২ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার টাকার বেশি উদ্বৃত্ত দেখানো হয়েছে। আগের বছরের উদ্বৃত্ত ছিল ২ কোটি ৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে যা ছিল ৭২ লক্ষ টাকার মতো।
এবারের বাজেটে রাজস্ব খাতে আয় ৯ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ৯১১ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৪ কোটি ২৫ লাখ ৯৪ হাজার ২৭১ টাকা, রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন খাতে স্থানান্তর ৫১ লাখ ২৫ হাজার টাকা, গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ কোটি ৯০ হাজার ১৩৭ টাকা, নগর পরিচলন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৫২ কোটি ২ লাখ ৬৬ হাজার ৬৭ টাকা, কোভিড- ১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় ৩ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৫২৯ টাকাসহ সর্বমোট ৮৪ কোটি ৫০ লাখ ৫ টাকা উন্নয়ন খাতে আয় এবং মূলধন খাতে আগত জেরসহ আয় ধার্য করা হয়েছে ৭ কোটি ১০ লাখ ৮২ হাজার ৮১১ টাকা। অপর দিকে রাজস্ব ব্যয় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ ১৫ লাখ টাকা ব্যয়সহ মোট রাজস্ব ব্যয় ৭ কোটি ১২ লাখ ৯৩ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ৮৪ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৫৯৬ টাকা ধার্য করা হয়েছে। এ বাজেটে কোন কর বৃদ্ধি না করে নিজস্ব আয় বৃদ্ধিসহ জনহিতকর কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতি নজর রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
পৌর প্রশাসক জুবায়ের হোসেন জানান,মধুপুর পৌরসভা প্রথম শ্রেণির একটি পৌরসভা ।একে একটি আধুনিক নগর হিসাবে রূপ দিতে কাজ করা হচ্ছে। প্রকল্প মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন প্রকল্প না থাকায় বাজেটের আকার কমেছে।
ঊাজেট ঘোষণার সময় পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী রাজিব কুমার গুহ,হিসাবরক্ষণ কর্মকর্তা এমএ বারী আকন্দ,পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীগণসহ সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মধুপুর পৌরসভার ১ শ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

টাঙ্গাইলের মধুপুর পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের ১শ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। যা গত অর্থ বছরের তুলনায় প্রায় ১৯ কোটি টাকা কম। গত অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ১১৯ কোটি ৯৯ লাখ টাকার উপরে। তার আগের অর্থ বছরেও ছিল আসন্ন অর্থ বছরের চেয়ে বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ১১৪ কোটি টাকার উপরে।
বুধবার (২৫ জুন) দুপুরে পৌরসভার হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন ।
ঘোষিত বাজেটে ২ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার টাকার বেশি উদ্বৃত্ত দেখানো হয়েছে। আগের বছরের উদ্বৃত্ত ছিল ২ কোটি ৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে যা ছিল ৭২ লক্ষ টাকার মতো।
এবারের বাজেটে রাজস্ব খাতে আয় ৯ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ৯১১ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৪ কোটি ২৫ লাখ ৯৪ হাজার ২৭১ টাকা, রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন খাতে স্থানান্তর ৫১ লাখ ২৫ হাজার টাকা, গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ কোটি ৯০ হাজার ১৩৭ টাকা, নগর পরিচলন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৫২ কোটি ২ লাখ ৬৬ হাজার ৬৭ টাকা, কোভিড- ১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় ৩ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৫২৯ টাকাসহ সর্বমোট ৮৪ কোটি ৫০ লাখ ৫ টাকা উন্নয়ন খাতে আয় এবং মূলধন খাতে আগত জেরসহ আয় ধার্য করা হয়েছে ৭ কোটি ১০ লাখ ৮২ হাজার ৮১১ টাকা। অপর দিকে রাজস্ব ব্যয় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ ১৫ লাখ টাকা ব্যয়সহ মোট রাজস্ব ব্যয় ৭ কোটি ১২ লাখ ৯৩ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ৮৪ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৫৯৬ টাকা ধার্য করা হয়েছে। এ বাজেটে কোন কর বৃদ্ধি না করে নিজস্ব আয় বৃদ্ধিসহ জনহিতকর কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতি নজর রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
পৌর প্রশাসক জুবায়ের হোসেন জানান,মধুপুর পৌরসভা প্রথম শ্রেণির একটি পৌরসভা ।একে একটি আধুনিক নগর হিসাবে রূপ দিতে কাজ করা হচ্ছে। প্রকল্প মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন প্রকল্প না থাকায় বাজেটের আকার কমেছে।
ঊাজেট ঘোষণার সময় পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী রাজিব কুমার গুহ,হিসাবরক্ষণ কর্মকর্তা এমএ বারী আকন্দ,পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীগণসহ সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।

শালবনবার্তা২৪.কম/এআর