মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকান্ডে মধুপুর শিল্প ও বণিক সমিতির বিক্ষোভ

- আপডেট সময় : ০৩:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকান্ডের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরের বৃহৎ ব্যবসায়ী সংগঠন মধুপুর শিল্প ও বণিক সমিতি বিক্ষোভ মিছিল কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার বিকেলে মধুপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ডের সড়ক মোহনার আনারস চত্ত্বরে প্রতবিাদ সমাবশে করে। বিক্ষোভ সমাবেশে সোহাগ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবিসহ সারাদেশে সংঘটিত ভয়াবহ হত্যাকান্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানানো হয়। বক্তাগণ তোফাজ্জল সাম্য থেকে শুরু করে সোহাগ পর্যন্ত সাম্প্রতিক সকল হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তৃতা দেন। সম্প্রতি চাঁদাবাজির বেড়ে যাওয়ার চিত্র তুলে ধরে তারা উদ্বেগ প্রকাশ করেন। ব্যবসায়ীসহ জনগণকে নিরব চাঁদাবাজি প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।
সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদ সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন মধুপুর শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মিনজুর রহমান তালুকদার নান্নু, সহ-সভাপতি, জহিরুল ইসলাম মাধু,সহ-সম্পাদক, হুরমুজ আলী, শ্রী স্বপন সাহা, প্রচার সম্পাদক মো.রবিউল ইসলাম রবি।