সংবাদ শিরোনাম :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে
মধুপুরে পারফরমেন্স বেজ্ড গ্রান্টস (PBGSI) পুরস্কার বিতরণ

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ১২:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৬০১ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন SEDP-এর “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (PBGSI)” এর আওতায় টাঙ্গাইলের মধুপুরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ হয়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মেধাবীদের মাঝে পুরষ্কার বিতরণ হয়।
শনিবার(২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস ও মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি থাকার কথা ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রফেসর ড. মোহাম্মদ আজাদ খানের। তিনি উপস্থিত থাকতে পারেননি।
বিশেষ অতিথি মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র দাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো. নাসির উদ্দীন, টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন।
তারা এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও আর্থিক সহায়তার প্রতীকী চেক হস্তান্তর করা হয়।
শালবনবার্তা২৪.কম/এআর