ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০২:৫০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫ ৩৭০ বার পড়া হয়েছে

উত্তর টাঙ্গাইলের মধুপুর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

রবিবার (৩ আগস্ট) রাতে মধুপুর পৌর শহরের হাতেম আলী মার্কেটের দ্বিতীয় তলায় অনলাইন সংবাদমাধ্যম শালবনবার্তা২৪ ডটকম-এর কার্যালয়ে সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালিত হয়। এতে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সোহান তালুকদার-সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও শালবনবার্তা২৪ ডটকম-এর সম্পাদক এস.এম শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ওলিউল্লাহ , উপদেষ্টা মো. রাসেল কবীর, মধুপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আলকামা শিকদার এবং দৈনিক কালবেলা পত্রিকার মধুপুর প্রতিনিধি লিটন সরকার, প্রমুখ।
বক্তারা বলেন, “রক্তদানের মতো মহৎ কাজে ‘হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’ বিগত চার বছরে যে সাহসী ও মানবিক ভূমিকা রেখেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।”
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আরশেদ আলম বলেন, হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’ ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত সংগঠনটি ২০০০ ব্যাগের বেশি রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপিং ক্যাম্প, অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সমাজের বিভিন্ন দাতব্য ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি খাইরুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, কার্যকরী সদস্য শামীম হাসান, সোহান, সিয়ামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি হয়।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০২:৫০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫

উত্তর টাঙ্গাইলের মধুপুর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

রবিবার (৩ আগস্ট) রাতে মধুপুর পৌর শহরের হাতেম আলী মার্কেটের দ্বিতীয় তলায় অনলাইন সংবাদমাধ্যম শালবনবার্তা২৪ ডটকম-এর কার্যালয়ে সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালিত হয়। এতে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সোহান তালুকদার-সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও শালবনবার্তা২৪ ডটকম-এর সম্পাদক এস.এম শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ওলিউল্লাহ , উপদেষ্টা মো. রাসেল কবীর, মধুপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আলকামা শিকদার এবং দৈনিক কালবেলা পত্রিকার মধুপুর প্রতিনিধি লিটন সরকার, প্রমুখ।
বক্তারা বলেন, “রক্তদানের মতো মহৎ কাজে ‘হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’ বিগত চার বছরে যে সাহসী ও মানবিক ভূমিকা রেখেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।”
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আরশেদ আলম বলেন, হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’ ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত সংগঠনটি ২০০০ ব্যাগের বেশি রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপিং ক্যাম্প, অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সমাজের বিভিন্ন দাতব্য ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি খাইরুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, কার্যকরী সদস্য শামীম হাসান, সোহান, সিয়ামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি হয়।