টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন
সংবাদ সম্মেলন করে সাবেক ছাত্রদল নেতার প্রার্থীতা ঘোষণা

- আপডেট সময় : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-১( মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশায় বিএনপির কেন্দ্রীয় দুই নেতাসহ অন্তত ৫ নেতা মাঠে আছেন। এবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আইন বিভাগের সাবেক ছাত্র জোবাইর আল মাহমুদ রিজভী একই আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডের নিজ বাসার চেম্বারে তরুণ আইনজীবী রিজভী আনুষ্ঠানিক এ ঘোষণা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রাজনীতিক ও এ আসনে অন্তত চারবার নির্বাচন করা বীর মুক্তিযোদ্ধা বাবা সাবেক কমান্ডার এম.এ সামাদ, ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রোজেন, ঢাবি ছাত্রদল নেতা এসএম সাইফসহ ছাত্রদল,যুবদল, শ্রমিক দল ও মূলদল বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট জোবাইর আল মাহমুদ রিজভী রাজনীতির গুণগত মান উন্নয়ন করার প্রতিশ্রতি দিয়ে জনসেবায় নিজেকে উৎসর্গ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার প্রতি আস্থা রেখে দলের সিদ্ধান্ত মেনে তিনি সংসদ নির্বাচনে নিয়োজিত থাকবেন বলেও উল্লেখ করেন। নির্বাচন নিয়ে বিভক্তির রাজনীতি পরিহার করে সবাইকে বিএনপির আদর্শে ঐক্য থাকার আহবানও করেছেন তিনি।