ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরের বোয়ালী গ্রামে হাজীবাড়ি সড়কের উদ্বোধন

(প্রেস বিজ্ঞপ্তি), শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার বোয়ালী গ্রামের মধ্য দিয়ে চলে যাওয়া সড়কের সাথে সংযুক্ত একটি গ্রামীণ সড়কের নামকরণ করা হয়েছে হাজী বাড়ি সড়ক। ওই সড়কের একটি মোড় কে করা হয়েছে হাজী বাড়ি মোড়। বোয়ালী গ্রামের কৃতি সন্তান, মানবসেবী ও জাপান প্রবাসী হারুনুর রশিদ স্থানীয়দের নিয়ে গ্রামীণ এ সড়ক ও মোড়ের নামকরণের উদ্যোগ নেন।

সম্প্রতি স্থানীয়দের সম্মতি ও সাথে নিয়ে তিনি এ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রবাসী হারুনুর রশিদ বলেন, মধুপুর পৌর শহর থেকে হাটখোলা হয়ে বোয়ালী মধ্যপাড়া দিয়ে উপজেলাসহ বেশ কয়েকটি এলাকার দিকে গিয়েছে সড়কটি। গুরুত্বপূর্ণ এই সড়ক সংলগ্ন মধ্য বোয়ালীর ঐতিহ্যবাহী আনন্দমঠ (অধুনা লুপ্ত)মোড় থেকে পূর্ব দিকে যে শাখা সড়কটি বিলের মাঝ বরাবর দামপাড়ার দিকে গিয়েছে তার একাংশ হাজী সেকান্দার আলীর বাড়ি পর্যন্ত অংশকে হাজীবাড়ি সড়ক নামকরণ করা হয়েছে।

তিনি আরো বলেন,যে মোড়টি আছে সে মোড়ের ১০০ মিটারের মধ্যে হাজী মৃত দানেস আলী, হাজী মৃত খোরশেদ আলী ফকির,হাজী মো. মকবুল হোসেন, হাজী সফিকুল ইসলাম(যুক্তরাষ্ট্র প্রবাসী)সহ অন্তত পাঁচজন হাজীর বাড়ি।

তাঁদের স্মরণ ও সম্মানে স্থানীয়দের সম্মতিতে সড়কটির এমন নামকরণ করা হয়েছে।

এ সড়ক ও মোড় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার চিফ ভিডিও এডিটর আলী হাসান রুপনসহ স্থানীয়দের মধ্যে হাজী মকবুল হোসেন, শাহজাহান আলী ফকির,খলিল ফকির,মুন্না ফকির, সুরুজ মোল্লা, রফিকুল ইসলাম, ইয়াকুব আলী, জিয়া,মোস্তফা, খলিলুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মধুপুরের বোয়ালী গ্রামে হাজীবাড়ি সড়কের উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার বোয়ালী গ্রামের মধ্য দিয়ে চলে যাওয়া সড়কের সাথে সংযুক্ত একটি গ্রামীণ সড়কের নামকরণ করা হয়েছে হাজী বাড়ি সড়ক। ওই সড়কের একটি মোড় কে করা হয়েছে হাজী বাড়ি মোড়। বোয়ালী গ্রামের কৃতি সন্তান, মানবসেবী ও জাপান প্রবাসী হারুনুর রশিদ স্থানীয়দের নিয়ে গ্রামীণ এ সড়ক ও মোড়ের নামকরণের উদ্যোগ নেন।

সম্প্রতি স্থানীয়দের সম্মতি ও সাথে নিয়ে তিনি এ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রবাসী হারুনুর রশিদ বলেন, মধুপুর পৌর শহর থেকে হাটখোলা হয়ে বোয়ালী মধ্যপাড়া দিয়ে উপজেলাসহ বেশ কয়েকটি এলাকার দিকে গিয়েছে সড়কটি। গুরুত্বপূর্ণ এই সড়ক সংলগ্ন মধ্য বোয়ালীর ঐতিহ্যবাহী আনন্দমঠ (অধুনা লুপ্ত)মোড় থেকে পূর্ব দিকে যে শাখা সড়কটি বিলের মাঝ বরাবর দামপাড়ার দিকে গিয়েছে তার একাংশ হাজী সেকান্দার আলীর বাড়ি পর্যন্ত অংশকে হাজীবাড়ি সড়ক নামকরণ করা হয়েছে।

তিনি আরো বলেন,যে মোড়টি আছে সে মোড়ের ১০০ মিটারের মধ্যে হাজী মৃত দানেস আলী, হাজী মৃত খোরশেদ আলী ফকির,হাজী মো. মকবুল হোসেন, হাজী সফিকুল ইসলাম(যুক্তরাষ্ট্র প্রবাসী)সহ অন্তত পাঁচজন হাজীর বাড়ি।

তাঁদের স্মরণ ও সম্মানে স্থানীয়দের সম্মতিতে সড়কটির এমন নামকরণ করা হয়েছে।

এ সড়ক ও মোড় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার চিফ ভিডিও এডিটর আলী হাসান রুপনসহ স্থানীয়দের মধ্যে হাজী মকবুল হোসেন, শাহজাহান আলী ফকির,খলিল ফকির,মুন্না ফকির, সুরুজ মোল্লা, রফিকুল ইসলাম, ইয়াকুব আলী, জিয়া,মোস্তফা, খলিলুর রহমান প্রমুখ।