নাগরিক দুর্ভোগ লাঘবে
মধুপুরে ফুটপাত দখল মুক্তের অভিযান

- আপডেট সময় : ১০:৪৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে। অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর জরিমানা ও বেশ কয়েকজন ব্যবসায়ীর ফুটপাতে রাখা মালপত্র জব্দ করা হয়েছে।
সোমবার দুপুর পর্যন্ত টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মধুপুর নতুন বাজার এলাকার এ অভিযানে নেতৃত্ব এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মির্জা মো. জুবায়ের হোসেন।
স্থানীয়দের মতে, প্রভাবশালী এক শ্রেণির ব্যবসায়ীর ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনায় নাগরিক দুর্ভোগ নিত্য দিনের। দখল মুক্ত করার প্রশাসনিক উদ্যোগ নিয়মিত হলেও পুনরায় দখল ও ব্যবসা পরিচালিত হয়। আগের অবস্থা দ্রুত ফিরে আসে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত সপ্তাহে মাইকিং করে জনগণের চলার পথে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহবান জানানো হয়েছিল। দ্রুত দখল ছেড়ে দিতে আহবানের ওই ঘোষণায় প্রভাব পড়েনি। এজন্য সোমবার অভিযানে নামে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। অভিযানে ফুটপাত দখল করে জনগণের চলার পথে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ দুই ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানিয়েছেন, সড়কের দুই পাশের ফুটপাতে নির্মাণ করা ড্রেনের উপর টাইলস লাগানো হচ্ছে। দোকানের সামনে লাগানো টাইলস গুলোর ক্ষতি করছেন কিছু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনাকালে মধুপুর থানার পুলিশসহ প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।