ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শালবনবার্তা24.কম পরিবারের শোক

মধুপুরের সাংবাদিক বাবুল রানার অন্তিম যাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ৭৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি চ্যানেল রাজধানী টিভির মধুপুর প্রতিনিধি সাংবাদিক বাবুল রানা(৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অন্তিম যাত্রা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। প্রথমে তাঁকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শালবনবার্তা২৪.কম পরিবারের পক্ষে সম্পাদক শহিদুল ইসলাম শোক প্রকাশ করেছেন। মধুপুর প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

শালবনবার্তা24.কম পরিবারের শোক

মধুপুরের সাংবাদিক বাবুল রানার অন্তিম যাত্রা

আপডেট সময় : ০৩:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি চ্যানেল রাজধানী টিভির মধুপুর প্রতিনিধি সাংবাদিক বাবুল রানা(৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অন্তিম যাত্রা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। প্রথমে তাঁকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শালবনবার্তা২৪.কম পরিবারের পক্ষে সম্পাদক শহিদুল ইসলাম শোক প্রকাশ করেছেন। মধুপুর প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।