মজলুমের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
প্রাণবন্ত আলোচনার কেন্দ্র বিন্দু মাওলানা ভাসানী

- আপডেট সময় : ১১:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

প্রাণবন্ত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে মজলুমের কন্ঠ পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো.জুবায়ের হোসেনের কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভা করে এ প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদযাপিত হয়।
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবন চরিত নিয়ে প্রথমে আলোচনা শুরু হয়। আলোচনা এক পর্যায়ে অনেক প্রাণবন্ত হয়ে উঠে উপমহাদেশের এই মহান রাজনীতিককে ঘিরে । দেশ ও রাজনীতে তাঁর বহুমাত্রিক অবদান নিয়ে আলোচনা করতে গিয়ে আলোচকগণ বলেন, জাতির সংকটে প্রয়োজন হলেই কেবল তাঁকে ও তাঁর আদর্শকে সামনে আনা হয়। অথচ তাঁর আদর্শকে সঠিক মুল্যায়ন করলে জাতি হিসেবে আমরা আরো এগিয়ে যেতে পারতাম।
তারা উল্লেখ করেন, আমরা আদর্শ, সততা, মহানুভবতার উদাহরণ টেনে আলোচনা করলেও নিজের জীবনে সেগুলো প্রয়োগ করি না। নানাভাবে আমাদের দ্বারা অনেকেই হয়ত বঞ্চিত হচ্ছে। সেটার হিসেব করি না। তাই নিজেকে দিয়ে,পরিবারের মধ্যে অন্যদের দিয়ে শুভ চর্চা শুরু করতে হবে। তবেই সামগ্রিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আশা করা যায়।
আলোচনায় অংশ নেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, সাংবাদিক এস এম শহীদ, আমিনুল হক, সাংবাদিক ও কলামিস্ট আলকামা সিকদার, এশিয়ান টিভি ও সংবাদ প্রতিনিধি এবং মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, কালবেলার লিটন সরকার, শালবনবার্তা২৪.কম এর আরশেদ আলম, তরুণ প্রতিনিধি রায়হান সজীব প্রমুখ।
অংশগ্রহণকারীগণ উল্লেখ করেন, মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শের আস্থার মজলুমের কন্ঠ টাঙ্গাইলের সেরা পত্রিকার অন্যতম। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন,পত্রিকাটির পথচলা সুন্দর, মসৃণ হোক। সংবাদপত্র ও সাংবাদিকতায় মজলুমের কন্ঠ”র অবস্থান অনন্য উচ্চতায় হোক।