মধুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

- আপডেট সময় : ০৩:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরের চাপড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ী ও দোকান পুড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মির্জা জুবায়ের হোসেন।
রোববার বিকেলে তিনি পুড়ে যাওয়া বসতবাড়ি ও দোকান পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে কিছু সহায়তা তুলে দেন।
শনিবার( ৬ সেপ্টেম্বর)রাত ১০ টার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারের মৃত ফটিক চন্দ্রর ছেলে নারায়ণ চন্দ্র ও পলু চন্দ্রর বসতবাড়ীতে আগুন লাগে। পরে পাশের পলাশ ও চান মিয়া খানের দোকানে তা ছড়িয়ে পরে। এ সময় দোকান ও বাড়ির সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে বসত ঘর, চান মিয়া খানের দোকানসহ পাশের আরো একটি দোকানে আগুন ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগীরা জানান, এর আগেই সব পুড়ে ছারখার হয়ে যায়। তাদের ধারণা, দোকান ও বাসাবাড়ি মিলে প্রায় ১৫/১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করেছে।
রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং তাদের হাতে কিছু সহায়তা তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা তার সাথে ছিলেন।