ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরের আউশনারা কলেজে সুধী সমাবেশ

“মাদক ও কীটনাশক ব্যবহার রোধ” শীর্ষক সেমিনার

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০১:৩৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৪০৫ বার পড়া হয়েছে

শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের মধুপুর উপজেলার উচ্চমাধ্যমিক পর্যায়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আউশনারা কলেজে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হেলাল উদ্দিন সরকার।

প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন।

প্রধান অতিথি জোবায়ের হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কোন উন্নয়ন নয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার উন্নয়ন হলো প্রকৃত উন্নয়ন, ইতিবাচক উন্নয়ন। আর এ উন্নয়ন কোন প্রতিষ্ঠানে অব্যাহত থাকলে তার অবকাঠামো উন্নয়নে অর্থের চিন্তা থাকে না। স্থানীয় ও সংশ্লিষ্ট সবাইকে আউশনারা কলেজের উন্নয়ন ঘটতে সচেষ্ট হওয়ার আহবান জানান তিনি।অবকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি ছাত্র শিক্ষক,অভিভাবক ও পরিচালনা পর্ষদের সকলের প্রতি শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে অনুরোধ জানিয়েছেন। যাতে আগামী ৫ বছরের মধ্যে প্রতিষ্ঠানটি অনন্য উচ্চতায় পৌঁছায়। তিনি যেখানেই থাকুন এ সময়টাতে কলেজের খোঁজ খবর নিবেন বলে উল্লেখ করেন।

সুধী সমাবেশ শেষে একই মঞ্চে “মাদক ও কীটনাশক ব্যবহার রোধ” শীর্ষক পৃথক কর্মসূচিতে কৃষক ও অভিভাবকদের উদ্দেশ্যে মির্জা মো. জুবায়ের হোসেন মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আনারসসহ ফসলে অযাচিত কীটনাশক ব্যবহার বন্ধ করার আহবান জানিয়েছেন।

খন্ডকালীন প্রভাষক শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় দুই অনুষ্ঠানে বক্তৃতা করেন সমাজ সেবক আজাহারুল ইসলাম, মো. আব্দুল করিম, ডা. মোহাম্মদ আলী, শিক্ষক শহীদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরের আউশনারা কলেজে সুধী সমাবেশ

“মাদক ও কীটনাশক ব্যবহার রোধ” শীর্ষক সেমিনার

আপডেট সময় : ০১:৩৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের মধুপুর উপজেলার উচ্চমাধ্যমিক পর্যায়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আউশনারা কলেজে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হেলাল উদ্দিন সরকার।

প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন।

প্রধান অতিথি জোবায়ের হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কোন উন্নয়ন নয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার উন্নয়ন হলো প্রকৃত উন্নয়ন, ইতিবাচক উন্নয়ন। আর এ উন্নয়ন কোন প্রতিষ্ঠানে অব্যাহত থাকলে তার অবকাঠামো উন্নয়নে অর্থের চিন্তা থাকে না। স্থানীয় ও সংশ্লিষ্ট সবাইকে আউশনারা কলেজের উন্নয়ন ঘটতে সচেষ্ট হওয়ার আহবান জানান তিনি।অবকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি ছাত্র শিক্ষক,অভিভাবক ও পরিচালনা পর্ষদের সকলের প্রতি শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে অনুরোধ জানিয়েছেন। যাতে আগামী ৫ বছরের মধ্যে প্রতিষ্ঠানটি অনন্য উচ্চতায় পৌঁছায়। তিনি যেখানেই থাকুন এ সময়টাতে কলেজের খোঁজ খবর নিবেন বলে উল্লেখ করেন।

সুধী সমাবেশ শেষে একই মঞ্চে “মাদক ও কীটনাশক ব্যবহার রোধ” শীর্ষক পৃথক কর্মসূচিতে কৃষক ও অভিভাবকদের উদ্দেশ্যে মির্জা মো. জুবায়ের হোসেন মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আনারসসহ ফসলে অযাচিত কীটনাশক ব্যবহার বন্ধ করার আহবান জানিয়েছেন।

খন্ডকালীন প্রভাষক শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় দুই অনুষ্ঠানে বক্তৃতা করেন সমাজ সেবক আজাহারুল ইসলাম, মো. আব্দুল করিম, ডা. মোহাম্মদ আলী, শিক্ষক শহীদুল ইসলাম প্রমুখ।