ইউএনও জোবায়ের হোসেন
“পূজা মন্ডপ নিরাপদ ও সুরক্ষিত রাখা হবে”

- আপডেট সময় : ০৬:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

আসন্ন দুর্গোৎসবে মধুপুরের প্রতিটি পূজা মন্ডপ নিরাপদ ও সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেছেন, বরাবরের মত মধুপুরের এবারের ৫৬ টি পূজা মন্ডপে সনাতনীরা নির্বিঘ্নে পূজা অর্চনা করবে। যেকোনো ধরনের ঝুঁকি সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এজন্য রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সমাজের সকল স্তরের অবস্থান থেকে সবার ভূমিকা রাখার আহবান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি নিজেই এ সভায় সভাপতিত্ব করেন। এতে মধুপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর শোয়েব উপস্থিত থেকে বক্তৃতা করেন। তিনি সকল পুজা মন্ডপকে ঝুঁকির ভিত্তিতে তিনটি শ্রেণিতে বিভক্ত করার কথা জানিয়ে এলাকায় জননিরাপত্তা বিধানে সেনা টহলসহ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি থাকার কথা উল্লেখ করেছেন।
মধুপুর পৌর শহরের ২৪ টি ও ১১ ইউনিয়ন এলাকার ৩২ টি পুজা মন্ডপ পরিচালনা পরিষদের সভাপতি, সম্পাদক, পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ছাড়াও ওই সভায় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী, প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। একাডেমিক সুপারভাইজর মহিউদ্দিন আহমেদ ও পিআইও রাজীব আল রানার সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, এসআই আসাদুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল কাদের,এনসিপি মধুপুরের সমন্বয়ক সবুজ মিয়া, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী স্বপন, পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরান, ছাত্র প্রতিনিধি জিয়াদ হাসান জীম।