রণবীর-দীপিকার নতুন লুক নেটদুনিয়ায় ভাইরাল

- আপডেট সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতির পেশাগত জীবন সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছে। একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা, আর রণবীরের হাতে গত দুই বছরে তেমন কোনো কাজ হয়নি। তবু তাদের ব্যক্তিগত জীবনে এসেছে নতুন আনন্দের আলো, ঘরে এসেছে এক বছরের কন্যা দুয়া।
এই কঠিন সময়ে দম্পতি নতুন রূপে প্রকাশ্যে এসেছেন। দীপিকা হিজাব পরে উপস্থিত হয়েছেন, আর রণবীর ঐতিহ্যবাহী পোশাক ও লম্বা দাড়িতে নতুন লুকে ধরা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবির প্রকাশ্যে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। অনেকেই কমেন্টে লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে,’ আবার কেউ বলেছেন, ‘হিজাবের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে।’
সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন এই সুপারস্টার জুটি। প্রমোশনাল ভিডিওটিতে তারা শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান দর্শকদের দেখাচ্ছেন। ভিডিও ও ছবিতে তাদের ভিন্নধর্মী সাজের কারণে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও প্রশংসা উভয়ই সৃষ্টি হয়েছে।
বিশেষভাবে, এটি দম্পতির প্রথম একসঙ্গে কাজ, মেয়ের জন্মের পর। দীপিকা আবুধাবির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে হিজাব বেছে নিয়েছেন। রণবীরও ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়ে ছবির সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছেন।
নেটদুনিয়ায় এই নতুন লুক নিয়ে আলোচনা তুঙ্গে, আর ভক্তরা তাদের প্রশংসা করতে থাকছেন।