জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- স্বপন ফকির
- আপডেট সময় : ১১:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, “দেশের গণতন্ত্র আজ বিপন্ন। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শুক্রবার (৭ নভেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানার মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং নিজের জন্য দোয়া প্রার্থনা করেন।
তিনি আরো বলেন, আল্লাহর রহমত ও জনগণের ঐক্য ছাড়া দেশের চলমান অচলাবস্থা দূর করা সম্ভব নয়। বিএনপি জনগণের দল, আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব।
নামাজ ও দোয়া মাহফিল শেষে আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হযরত আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল হক ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।













