দুইদিনে ৩ জনের মৃত্যু
মধুপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোরের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন
- আপডেট সময় : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জিহাদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল–জামালপুর সড়কের গোলাবাড়ি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ মধুপুর উপজেলার বাসুদেব বাড়ীর মহাদাস এলাকার জাকির হোসেনের ছেলে।
মধুপুর থানার ওসি এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিহাদ মোটরসাইকেলযোগে মধুপুর থেকে জামালপুর রোড ধরে বাড়ি ফিরছিল। তার সাথে এক বন্ধু ছিল। গোলাবাড়ি ব্রিজের পাশেই ‘বিনিময় সার্ভিস’ নামের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জিহাদের মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার বন্ধু মারাত্নক আহত হন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রতিবাদে বিনিময় নামেন অপর একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে একই দিন গোলাবাড়ি ব্রিজের পূর্ব পাশে সড়কের অপর একটি দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন বলে জানায় পুলিশ।
মাইক্রোবাসের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে দুপুর ১২ টার দিকে গোলাবাড়ি বাড়ি এলাকার বড় বাড়ির খলিলুর রহমানের ছেলে সিএনজি চালক মজিবর হোসেন (৬০) নিহত হয়েছেন।
আগের দিন শুক্রবার বেলা ১১ টার দিকে দুইটি ঘটনার স্থল থেকে একই রোডের এক কিলোমিটার পশ্চিমে নেকীবাড়ী এলাকায় বাস উল্টে পুকুরে পড়ে এক শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। আগের দিন একটি এবং শনিবার দুটি দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ দুর্ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, ওসি এমরানুল কবির, ওসি (তদন্ত) রাসেল আহমেদের নেতৃত্বে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় নেতৃত্ব দিচ্ছেন।
















