"কাজের উদ্বোধন"
মধুপুর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শিগগিরই
- আপডেট সময় : ০৩:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

মধুপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দেশের ৫ শতাধিক মডেল মসজিদের অন্যতম মধুপুর মডেল মসজিদ।
সোমবার বেলা ১১ টার দিকে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ইমরান হোসেন, আইসিটি কর্মকর্তা আব্রারুল খান শিমুল, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসার, গণপূর্ত বিভাগের কর্মকর্তা, নির্মাণ কাজের ঠিকাদার ও মসজিদ কমিটির সদস্যগণ।
এসময় বক্তারা বলেন, সরকারের পূর্ব ঘোষিত দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অংশ হিসেবে মধুপুর উপজেলাতেও আধুনিক সুবিধা সম্পন্ন এই স্থাপনা নির্মিত হচ্ছে। এতে নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক গবেষণা, দাওয়াতি কার্যক্রম, নারীদের জন্য আলাদা নামাজ কক্ষ, এতিমদের পাঠদানের সুযোগ, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের আধুনিক সুব্যবস্থা থাকবে।
নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হবে। জমি এ্যাকুয়ার সংক্রান্ত জটিলতায় পিছিয়ে পড়েছিল মধৃপুর মডেল মসজিদের নির্মাণ কাজ। প্রশাসনের বিশেষ পদক্ষেপে জটিলতা কাটিয়ে অবশেষে মডেল মসজিদের কাজটি শুরু হলো। বিলম্বে হলেও মধুপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা সন্তােষ প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসন সংলগ্ন বর্তমান মসজিদের অবস্থানসহ পশ্চিম দিকে বিস্তৃত হয়ে এ মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। নির্মাণকালীন মসজিদের কার্যক্রম অস্থায়ী স্থাপনায় উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পরিচালিত হবে।
কাজ উদ্বোধনের পর দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। উপজেলা মসজিদের ইমাম মাওলানা মোয়াজ্জেম হোসেন দোয়া পরিচালনা করেন।















