ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধনবাড়ীতে স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪. কম
  • আপডেট সময় : ০৭:৪৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠ থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত তিন শতাধিকের বেশি দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। তিনি ধনবাড়ী নওয়াব এস্টেটের মোতাওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদের নামফলক উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ।

দৌড়বিদরা বলেন, সুস্থ জীবনের জন্য নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণ সমাজকে স্মার্টফোন নির্ভরতা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় সিলেটের আশরাফুল আলম কাশেম প্রথম স্থান অর্জন করেন। তিনি জানান, “প্রথম হতে পেরে আমি দারুণ আনন্দিত। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে বড় ভূমিকা রাখে।”

দ্বিতীয় স্থান অধিকার করেন পাবনার ইমরান হোসেন। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই। তবে প্রতিযোগিতায় রানারদের পুরস্কার আরও বাড়ানো প্রয়োজন।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সোলায়মান হোসেন বলেন, “সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও নেতিবাচক প্রবণতা দূর করতে আমরা প্রতিবছর ম্যারাথনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছি।”

দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, কাবাডি, রশি টানাটানি ও নানা লোকজ খেলার আয়োজন ছিল। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চা অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

ধনবাড়ীতে স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠ থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত তিন শতাধিকের বেশি দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। তিনি ধনবাড়ী নওয়াব এস্টেটের মোতাওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদের নামফলক উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ।

দৌড়বিদরা বলেন, সুস্থ জীবনের জন্য নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণ সমাজকে স্মার্টফোন নির্ভরতা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় সিলেটের আশরাফুল আলম কাশেম প্রথম স্থান অর্জন করেন। তিনি জানান, “প্রথম হতে পেরে আমি দারুণ আনন্দিত। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে বড় ভূমিকা রাখে।”

দ্বিতীয় স্থান অধিকার করেন পাবনার ইমরান হোসেন। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই। তবে প্রতিযোগিতায় রানারদের পুরস্কার আরও বাড়ানো প্রয়োজন।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সোলায়মান হোসেন বলেন, “সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও নেতিবাচক প্রবণতা দূর করতে আমরা প্রতিবছর ম্যারাথনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছি।”

দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, কাবাডি, রশি টানাটানি ও নানা লোকজ খেলার আয়োজন ছিল। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চা অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করে।”