ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল ভ্রমণে এসে রেস

মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কায় দুই তরুণের মৃত্যু 

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৬১৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ভ্রমণে বের হয়ে রেস করতে গিয়ে দুর্ঘটনায় পতিত রাকিব(২৬) ও ইয়াছিন(৩২) নামের দুই তরুণ আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার সন্ধ্যা ৭ টায় টাঙ্গাইল- ময়মনসিং আঞ্চলিক মহাসড়কের জলই-টেলকি মাঝামাঝি বিমান ঘাঁটি সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সাথে লেগে ঘটনা স্থলেই দুই তরুণ নিহত হয়েছেন।

নিহত রাকিব ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার তসলিম উদ্দিনের ছেলে এবং ইয়াছিন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিম পাড়া এলাকার মোখলেছুর রহমানের মুকুলের ছেলে।

দুর্ঘটনায় নিহতরা বন্ধুদের সঙ্গে মধুপুরে ঘুরতে এসেছিলেন। ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহতদের সাথী বন্ধু মাহফুজ জানান, “তারা কয়েকজন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে রসুলপুর বানারপাড় এলাকায় ঘুরতে গিয়েছিলেন। পরে মোটরসাইকেলযোগে মধুপুরের দিকে ফেরার পথে জলই পৌঁছানোর পর হঠাৎ রাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মুহূর্তেই সব শেষ হয়ে যায়।”

অন্য বন্ধু মোমিনুর বলেন, “আমরা সামনে ছিলাম। পেছেনে ওদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শব্দ শোনামাত্রই আমরা ছুটে আসি। দৌড়ে গিয়ে দেখি দু’জনই নিস্তেজ হয়ে পড়ে আছে। কোনোভাবেই মানতে পারছি না।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ শোনামাত্রই তারা ছুটে যান। তবে ততক্ষণে দুই তরুণের জীবন নিভে গেছে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এবিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মোটরসাইকেল ভ্রমণে এসে রেস

মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কায় দুই তরুণের মৃত্যু 

আপডেট সময় : ০৯:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ভ্রমণে বের হয়ে রেস করতে গিয়ে দুর্ঘটনায় পতিত রাকিব(২৬) ও ইয়াছিন(৩২) নামের দুই তরুণ আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার সন্ধ্যা ৭ টায় টাঙ্গাইল- ময়মনসিং আঞ্চলিক মহাসড়কের জলই-টেলকি মাঝামাঝি বিমান ঘাঁটি সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সাথে লেগে ঘটনা স্থলেই দুই তরুণ নিহত হয়েছেন।

নিহত রাকিব ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার তসলিম উদ্দিনের ছেলে এবং ইয়াছিন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিম পাড়া এলাকার মোখলেছুর রহমানের মুকুলের ছেলে।

দুর্ঘটনায় নিহতরা বন্ধুদের সঙ্গে মধুপুরে ঘুরতে এসেছিলেন। ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহতদের সাথী বন্ধু মাহফুজ জানান, “তারা কয়েকজন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে রসুলপুর বানারপাড় এলাকায় ঘুরতে গিয়েছিলেন। পরে মোটরসাইকেলযোগে মধুপুরের দিকে ফেরার পথে জলই পৌঁছানোর পর হঠাৎ রাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মুহূর্তেই সব শেষ হয়ে যায়।”

অন্য বন্ধু মোমিনুর বলেন, “আমরা সামনে ছিলাম। পেছেনে ওদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শব্দ শোনামাত্রই আমরা ছুটে আসি। দৌড়ে গিয়ে দেখি দু’জনই নিস্তেজ হয়ে পড়ে আছে। কোনোভাবেই মানতে পারছি না।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ শোনামাত্রই তারা ছুটে যান। তবে ততক্ষণে দুই তরুণের জীবন নিভে গেছে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এবিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।