ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু শোভাযাত্রা, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে মধুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চাড়ালজানী ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. শহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি জোবায়ের হোসেন বলেন, আধুনিক প্রযুক্তি, সঠিক পশুপালন ব্যবস্থাপনা ও সরকারি সেবার সাথে খামারিদের সম্পৃক্ততা বাড়িয়ে উপজেলা তথা দেশে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ করতে হবে। তিনি বলেন, ছোট্ট এদেশে প্রচুর জনগণ। এ জনগণের পুষ্টি ও স্বাস্থ্য ঠিক রাখতে প্রযুক্তি নির্ভর প্রাণিসম্পদ উৎপাদনে কাজ করার বিকল্প নেই।
পশু সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা পর্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খাইরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উদ্যোক্তা হালিমুর রহমান,দেশি মুরগি চাষী হালিমা বেগম বক্তৃতা করেন। এর আগে প্রদর্শনী ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসন, খামারি, পশুচিকিৎসক এবং স্থানীয় জনগণের বেশ অংশগ্রহণ ছিল। মেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
দিনব্যাপি আয়োজিত এ প্রাণিসম্পদ মেলায় ২৫টির মতো স্টল অংশ নেয়। বিভিন্ন খামারি, পশুপালন প্রতিষ্ঠান ও প্রাণিসেবা সংস্থা গো-খামার, ছাগল-ভেড়া, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, পশুখাদ্য, কৃত্রিম প্রজনন প্রযুক্তি এবং পশুর রোগ প্রতিরোধ সংক্রান্ত পণ্য ও সেবা প্রদর্শন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু শোভাযাত্রা, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে মধুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চাড়ালজানী ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. শহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি জোবায়ের হোসেন বলেন, আধুনিক প্রযুক্তি, সঠিক পশুপালন ব্যবস্থাপনা ও সরকারি সেবার সাথে খামারিদের সম্পৃক্ততা বাড়িয়ে উপজেলা তথা দেশে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ করতে হবে। তিনি বলেন, ছোট্ট এদেশে প্রচুর জনগণ। এ জনগণের পুষ্টি ও স্বাস্থ্য ঠিক রাখতে প্রযুক্তি নির্ভর প্রাণিসম্পদ উৎপাদনে কাজ করার বিকল্প নেই।
পশু সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা পর্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খাইরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উদ্যোক্তা হালিমুর রহমান,দেশি মুরগি চাষী হালিমা বেগম বক্তৃতা করেন। এর আগে প্রদর্শনী ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসন, খামারি, পশুচিকিৎসক এবং স্থানীয় জনগণের বেশ অংশগ্রহণ ছিল। মেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
দিনব্যাপি আয়োজিত এ প্রাণিসম্পদ মেলায় ২৫টির মতো স্টল অংশ নেয়। বিভিন্ন খামারি, পশুপালন প্রতিষ্ঠান ও প্রাণিসেবা সংস্থা গো-খামার, ছাগল-ভেড়া, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, পশুখাদ্য, কৃত্রিম প্রজনন প্রযুক্তি এবং পশুর রোগ প্রতিরোধ সংক্রান্ত পণ্য ও সেবা প্রদর্শন করে।