সংবাদ শিরোনাম :
মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া
মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৯:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৩১১ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। আলোচনা অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফরহাদ তরফদার, রেজাউল করিম সিদ্দিক,লিলি সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এম উবায়দুল্লাহ।
কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন।














