ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল-৫ (সদর আসন )

বিএনপির প্রার্থী বাতিলের দাবীতে কাফন পড়ে কফিন মিছিল

টাঙ্গাইল করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিল ও অ্যাডভোকেট ফরহাদ ইকবালের মনোনয়ন দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে কফিন মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে। পতিত আওয়ামীলীগের সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয়, হামলা-মামলা জর্জরিত বিএনপির নেতাকর্মীরা কাফনের কাপড় পড়ে ও কফিন বহনের মিছিলে অংশ নেয়।
মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল-৫(সদর) আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। দেশনেত্রীর সংকটাপন্ন অবস্থায় মনোনয়ন ঘোষণা পরিকল্পিত একটি চক্রান্ত।
তারা আরও বলেন, সদরের জন্ম- এমন কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সমর্থনের অবমূল্যায়ন করাসহ সদরবাসির ইতিহাস বিনষ্টের কারণ হয়েছে। এছাড়াও সদরের জন্ম নেয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবালকে মনোনয়ন না দিয়ে ঐক্যবদ্ধ নেতাকর্মীদের মাঝে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে।
ঐক্যবদ্ধ নেতাকর্মী, সমর্থকসহ সদর উপজেলাবাসি দ্রুত সিন্ডিকেটেপ্রাপ্ত মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়েছে। মিছিল ও পথসভায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

টাঙ্গাইল-৫ (সদর আসন )

বিএনপির প্রার্থী বাতিলের দাবীতে কাফন পড়ে কফিন মিছিল

আপডেট সময় : ১০:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিল ও অ্যাডভোকেট ফরহাদ ইকবালের মনোনয়ন দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে কফিন মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে। পতিত আওয়ামীলীগের সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয়, হামলা-মামলা জর্জরিত বিএনপির নেতাকর্মীরা কাফনের কাপড় পড়ে ও কফিন বহনের মিছিলে অংশ নেয়।
মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল-৫(সদর) আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। দেশনেত্রীর সংকটাপন্ন অবস্থায় মনোনয়ন ঘোষণা পরিকল্পিত একটি চক্রান্ত।
তারা আরও বলেন, সদরের জন্ম- এমন কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সমর্থনের অবমূল্যায়ন করাসহ সদরবাসির ইতিহাস বিনষ্টের কারণ হয়েছে। এছাড়াও সদরের জন্ম নেয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবালকে মনোনয়ন না দিয়ে ঐক্যবদ্ধ নেতাকর্মীদের মাঝে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে।
ঐক্যবদ্ধ নেতাকর্মী, সমর্থকসহ সদর উপজেলাবাসি দ্রুত সিন্ডিকেটেপ্রাপ্ত মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়েছে। মিছিল ও পথসভায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।