ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল -১

দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আপন

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এমপি প্রার্থী সাইদুল ইসলাম আপন।

সাইদুল ইসলাম আপন জানান, শহীদ পরিবারের সদস্য হিসেবে এনসিপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় মধুপুর ও ধনবাড়ী উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া ও সমর্থন পান, যা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন। এজন্য তিনি এলাকাবাসী এবং দুই উপজেলার এনসিপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সম্প্রতি এনসিপি ১০ দলীয় নির্বাচনী জোটে অংশ নেওয়ায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল-১ আসনটি ছেড়ে দিতে হয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সাইদুল ইসলাম আপন বলেন, “আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মধুপুর-ধনবাড়ী বাসীর প্রতি আমার দায়বদ্ধতা শেষ হয়ে যাচ্ছে না। যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমার ভাই শহীদ ইকরামুল হক সাজিদ জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই আমি আজীবন চালিয়ে যাব।”
সমাজের অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও তার প্রতিবাদ অব্যাহত থাকবে। তিনি আজীবন এলাকাবাসীর পাশে ছায়ার মতো থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, এমপি পদপ্রার্থী হিসেবে তার এই স্বল্প পথচলায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।

উল্লেখ্য, সাইদুল ইসলাম আপন এনসিপির মনোনীত এমপি প্রার্থী হওয়ার পাশাপাশি ধনবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

টাঙ্গাইল -১

দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আপন

আপডেট সময় : ১০:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এমপি প্রার্থী সাইদুল ইসলাম আপন।

সাইদুল ইসলাম আপন জানান, শহীদ পরিবারের সদস্য হিসেবে এনসিপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় মধুপুর ও ধনবাড়ী উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া ও সমর্থন পান, যা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন। এজন্য তিনি এলাকাবাসী এবং দুই উপজেলার এনসিপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সম্প্রতি এনসিপি ১০ দলীয় নির্বাচনী জোটে অংশ নেওয়ায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল-১ আসনটি ছেড়ে দিতে হয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সাইদুল ইসলাম আপন বলেন, “আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মধুপুর-ধনবাড়ী বাসীর প্রতি আমার দায়বদ্ধতা শেষ হয়ে যাচ্ছে না। যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমার ভাই শহীদ ইকরামুল হক সাজিদ জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই আমি আজীবন চালিয়ে যাব।”
সমাজের অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও তার প্রতিবাদ অব্যাহত থাকবে। তিনি আজীবন এলাকাবাসীর পাশে ছায়ার মতো থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, এমপি পদপ্রার্থী হিসেবে তার এই স্বল্প পথচলায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।

উল্লেখ্য, সাইদুল ইসলাম আপন এনসিপির মনোনীত এমপি প্রার্থী হওয়ার পাশাপাশি ধনবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।