খুন
নিখোঁজের পরের দিন মধুপুর বনে লাশের সন্ধান

- আপডেট সময় : ১০:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

বাড়ি থেকে আগের দিন নিখোঁজ হয়ে পরের দিন টাঙ্গাইলের মধুপুর বন থেকে অধীর চন্দ্র সূত্রধর(৬৫) নামের এক ব্যক্তির লাশের সন্ধান মিলেছে।
বুধবার দুপুরে মধুপুর বনের পীরগাছা মোড় সংলগ্ন মন্দিরের পাশের শাল বাগানে একটি শাল গাছে আধো ঝুলন্ত অবস্থা থেকে মধুপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত অধীর চন্দ্র সূত্রধর পাশের গোপালপুর উপজেলার কোনাবাড়ী গ্রামের গোপৗ চন্দ্র সূত্রধরের ছেলে।
পীরগাছা বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম জানান, বনে গরু চরাতে আসা রাখালরা প্রথমে লাশটির সন্ধান পায়। সকাল ১০ টার দিকে তাদের ডাক চিৎকারে ঘটনাস্থলে গিয়ে গাছে বাধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে সবাই।
ভাতিজা মুকুল সূত্রধর তার জেঠার(বড় চাচা) লাশ সনাক্ত করেন। তিনি জানান, তার চাচা পেশায় একজন কাঠ মিস্ত্রিী। কিন্তু বেশ কিছুুদন যাবৎ কাজ থেকে বিরত আছেন। মঙ্গলবার তিনি বাড়ি থেকে বের হয় নিখোঁজ ছিলেন। এ নিয়ে ফেইসবুকে পোস্টও দেয়া হয়েছিল। বুধবার ফেইসবুকে মধুপুর বনে লাশ পাওয়া নিয়ে পোস্ট দেখে মধুপুর এসে চাচার লাশ সনাক্ত করেন।
মধুপুর থানার ওসি(তদন্ত) রাসেল আহমেদ জানান, অজ্ঞাত হিসেবে উদ্ধার হলেও বিকেলে লাশের পরিচয় মিলেছে। তিনি গোপালপুরের মানুষ। দুর্বৃত্তরা তাকে খুন করে লাশ নিরাপদ স্থান হিসেবে বনে ফেলে রেখে গেছে। লাশ পোস্ট মটেমের জন্য ব্যবস্থাসহ আইনী প্রক্রিয়া চলছে।
শালবনবার্তা২৪.কম/এআর