ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে বাংলাদেশির লটারি জয়-৬৬ কোটি টাকা ও রেঞ্জ রোভার পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১১:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত জনপ্রিয় লটারি ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’-এ একসঙ্গে দুই বাংলাদেশির ভাগ্য খুলে গেছে। প্রবাসী সবুজ মিয়া জিতে নিয়েছেন ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা। এছাড়া আরেক বাংলাদেশি পারভেজ হোসেন আনোয়ার জিতেছেন একটি নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

দুবাইভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস জানায়, বিগ টিকিট র‌্যাফেলের ২৭৭তম সিরিজের ফলাফল ঘোষণা করা হয় গত রোববার। বিজয়ী হন ১৯৪৫৬০ নম্বর টিকিটধারী সবুজ মিয়া, যিনি সর্বোচ্চ পুরস্কার—২ কোটি দিরহাম জিতেছেন।

এ ছাড়া লটারিতে আরও কয়েকজন প্রতিযোগী নগদ সান্ত্বনা পুরস্কার পান। তাদের মধ্যে চারজন সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, বাংলাদেশিদের লটারি জেতার ঘটনা আমিরাতে নতুন নয়। এর আগে জুলাই মাসে মোহাম্মদ নাসের বেলাল নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ‘বিগ টিকিট’ ড্র-তে ২.৫ কোটি দিরহাম জেতেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্টে নতুন গ্র্যান্ড প্রমোশন চালু হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের লাইভ ড্র-তে একজন পাবেন ১৫ কোটি দিরহামের প্রধান পুরস্কার এবং ছয়জন পাবেন এক লাখ দিরহাম করে। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে একজন বিএমডব্লিউ M440i গাড়ি এবং আরেকজন রেঞ্জ রোভার জেতার সুযোগ পাবেন।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ২৫ আগস্টের মধ্যে যারা দুটি বা ততোধিক টিকিট কিনবেন, তারা লাইভ ড্রতে নির্বাচিত হবার অতিরিক্ত সুযোগ পাবেন। ড্র-তে সরাসরি উপস্থিত হলে প্রতিযোগীরা অতিরিক্ত ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত জেতার সুযোগ পাবেন।

১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা শুরু করা এই ‘বিগ টিকিট’ লটারি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘতম ও জনপ্রিয়তম র‌্যাফেল ড্র হিসেবে পরিচিত। এতে অংশগ্রহণকারীরা প্রতি মাসে বিপুল অঙ্কের নগদ অর্থ এবং বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

আমিরাতে বাংলাদেশির লটারি জয়-৬৬ কোটি টাকা ও রেঞ্জ রোভার পুরস্কার

আপডেট সময় : ১১:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত জনপ্রিয় লটারি ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’-এ একসঙ্গে দুই বাংলাদেশির ভাগ্য খুলে গেছে। প্রবাসী সবুজ মিয়া জিতে নিয়েছেন ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা। এছাড়া আরেক বাংলাদেশি পারভেজ হোসেন আনোয়ার জিতেছেন একটি নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

দুবাইভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস জানায়, বিগ টিকিট র‌্যাফেলের ২৭৭তম সিরিজের ফলাফল ঘোষণা করা হয় গত রোববার। বিজয়ী হন ১৯৪৫৬০ নম্বর টিকিটধারী সবুজ মিয়া, যিনি সর্বোচ্চ পুরস্কার—২ কোটি দিরহাম জিতেছেন।

এ ছাড়া লটারিতে আরও কয়েকজন প্রতিযোগী নগদ সান্ত্বনা পুরস্কার পান। তাদের মধ্যে চারজন সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, বাংলাদেশিদের লটারি জেতার ঘটনা আমিরাতে নতুন নয়। এর আগে জুলাই মাসে মোহাম্মদ নাসের বেলাল নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ‘বিগ টিকিট’ ড্র-তে ২.৫ কোটি দিরহাম জেতেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্টে নতুন গ্র্যান্ড প্রমোশন চালু হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের লাইভ ড্র-তে একজন পাবেন ১৫ কোটি দিরহামের প্রধান পুরস্কার এবং ছয়জন পাবেন এক লাখ দিরহাম করে। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে একজন বিএমডব্লিউ M440i গাড়ি এবং আরেকজন রেঞ্জ রোভার জেতার সুযোগ পাবেন।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ২৫ আগস্টের মধ্যে যারা দুটি বা ততোধিক টিকিট কিনবেন, তারা লাইভ ড্রতে নির্বাচিত হবার অতিরিক্ত সুযোগ পাবেন। ড্র-তে সরাসরি উপস্থিত হলে প্রতিযোগীরা অতিরিক্ত ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত জেতার সুযোগ পাবেন।

১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা শুরু করা এই ‘বিগ টিকিট’ লটারি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘতম ও জনপ্রিয়তম র‌্যাফেল ড্র হিসেবে পরিচিত। এতে অংশগ্রহণকারীরা প্রতি মাসে বিপুল অঙ্কের নগদ অর্থ এবং বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পান।