ট্রাম্পকে নোবেল মনোনয়ন দিল কম্বোডিয়া

- আপডেট সময় : ১২:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৫ সালের নোবেল পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে কম্বোডিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এ তথ্য নিশ্চিত করেছেন।
সান চানথোল জানান, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ট্রাম্পকে চলতি বছরের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
শুক্রবার রাজধানী নমপেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “থাইল্যান্ডের সঙ্গে আমাদের দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা নিরসনে ট্রাম্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার তৎপরতাতেই মালয়েশিয়ার মধ্যস্থতায় সংঘাতের অবসান হয়েছে। তিনি নোবেল মনোনয়নের যোগ্য।”
এর আগে জুন মাসে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ট্রাম্প। যুদ্ধবিরতির পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র সফর করে ট্রাম্পের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেন। দেশে ফিরে তিনিও মার্কিন প্রেসিডেন্টকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন।
গত জুলাইয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ট্রাম্পকে নোবেল মনোনয়নের জন্য প্রস্তাব দেন।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, “প্রেসিডেন্ট হওয়ার পর আব্রাহাম অ্যাকর্ড, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসসহ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগে ভূমিকা রেখেছি। আমি জানি হয়তো নোবেল পুরস্কার পাব না, তবে বিশ্ব দেখছে আমি কী করেছি এবং কী করছি। এটাই আমার কাছে যথেষ্ট।