সংবাদ শিরোনাম :
মধুপুরে মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ আগস্ট ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের চাড়ালজানী এলাকা থেকে মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির(৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ওসি (তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। কয়েক মাস যাবৎ তাকে মধুপুর পৌর শহরে ভাসমান অবস্থায় দেখা গেছে বলে স্থানীয়রা জানান। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।