মধুপুরে সরকারি হাসপাতালে দালাল নির্মূলে যৌথ উদ্যোগ
- আপডেট সময় : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও এজেন্টদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি। এ লক্ষ্যে গত ২৩ নভেম্বর রবিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, মধুপুর শাখার সাধারণ সম্পাদক ডা. নাজমুল রনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেন।
বৈঠকে সরকারি হাসপাতালে রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন ক্লিনিক বা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে দালালচক্র অরাজকতা সৃষ্টি করছে—এ সমস্যা নিরসনের পথ নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানান, দালালবিরোধী কার্যক্রম জোরদার করতে জনগণকে সচেতন করার পাশাপাশি সাংবাদিকদেরও আরও বেশি প্রচার চালাতে হবে।
ডা. নাজমুল রনি বলেন, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দালাল নির্মূলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি রোগীদের উদ্দেশ্যে বলেন, “কেউ এসে যদি বলে কম টাকায় পরীক্ষা করিয়ে দেবো বা অন্য কোথাও নিয়ে যেতে চায়—তাহলে বুঝতে হবে তারা দালাল। এদের এড়িয়ে চলতে হবে, নিজের বিবেক-বুদ্ধি কাজে লাগাতে হবে।” তিনি আরও বলেন, দীর্ঘদিনের অরাজকতা একদিনে দূর করা সম্ভব নয়, তবে বর্তমান কমিটি হয়রানি বন্ধে আন্তরিকভাবে কাজ করছে।
প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের মতামতের ভিত্তিতেই আমরা কাজ করছি। দালালমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিক মালিক সমিতির এই যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি ও বেসরকারি—উভয় হাসপাতালে দালালদের প্রভাব কমবে বলে আশা করা হচ্ছে। এতে সাধারণ মানুষ আরও নিরাপদ ও নির্বিঘ্নে চিকিৎসা গ্রহণ করতে পারবে।


















