ধনবাড়ীর বিস্ফোরক মামলা
মধুপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মহির আটক
- আপডেট সময় : ১০:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী আন্দোলনে আক্রমণের দায়ে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় করা বিস্ফোরক আইনের মামলায় মধুপুরের মহিষমারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন মহিরকে আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে টাঙ্গাইল জেলা আদালতে পাঠালে আদালত তাকে হাজতে পাঠিয়েছেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)এমরানুল কবির এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে ওই ইউনিয়নের মহিষমারা গ্রামের বাড়ির পাশ থেকে তাকে মধুপুর থানা পুলিশ আটক করে। একই অভিযানে পুলিশ আটক মহিরের ভাতিজা নাছির উদ্দিন নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে। আটক মহিরকে ধনবাড়ী থানা পুলিশ তাদের থানায় বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানিয়েছেন ধনবাড়ী থানার ওসি এস.এম শহিদুল্লাহ।
এদিকে নাছিরকে মধুপুরের মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে মধুপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ও মধুপুর উপজেলা যুবলীগ নেতা মহির বৈষম্য বিরোধী আন্দোলনে আক্রমণের দায়ে করা একাধিক মামলার আসামী। তিনি সম্প্রতি ওইসব মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে ছিলেন।

















