অটোরিক্সা দুমড়ে মুচড়ে দিয়ে ট্রাক নদীতে
মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ টিআইবি’র শোক

- আপডেট সময় : ০৮:৪২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ৪৩৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে অটোরিক্সা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোচালক গফুরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা গেছেন রুহুল আমিন নামের আরো একজন।
আহত অপর দুইজনের মধ্যে রুহুল আমিন রনি ও সুমি আক্দারকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মধুপুর থানার ওসি( তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী ব্রীজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে নিহত গফুর উপজেলার মাঝিরা গ্রামের সুইখা জোয়াদ্দারের ছেলে, পিরোজপুর গ্রামের জনৈক খোরশেদের(খালু) বাড়িতে পোষ্য হিসেবে থাকতেন রুহুল আমিন। রুহুল আমিন রনি টেংরি গ্রাামের সোলায়মানের ছেলে এবং সুমি আক্তার ইদিলপুর গ্রামের বাসিন্দা। তিন তরুণ দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির স্থানীয় অফিসে ইন্টার্ন হিসেবে কর্মরত। একই সাথে তারা সংগঠনটির তরুণ সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস গ্রুপের সদস্য। একাধিক পুরষ্কার বিজয়ী আহত সুমি কৃষি নারী উদ্যোক্তা।
এদিকে রুহুল আমিনের মৃত্যুতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শোক প্রকাশ করেছেন। তিনিসহ টিআইবি পরিবার শোকাহত। তারা নিহতের আত্নার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনাা প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। শোক জানিয়েছেন মধুপুর সনাকের সভাপতি আব্দুল মালেক, সদস্য ও সাবেক সভাপতি অধ্যক্ষ বজলুর রশীদ খান।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, গোলাবাড়ী বাজার এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে মধুপুরের দিকে ফিরছিলেন তারা। ঘটনাস্থলে আসতেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ানো মুচড়ানো অটোরিক্সা নিয়ে ট্রাক পাশের নদীতে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে অটো চালক গফুর মারা যান। আহত হন অটোরিকশা যাত্রী নারীসহ তিন তরুণ।
টিআইবি মধুপুর শাখার সচেতন নাগরিক কমিটি- সনাক সূত্র জানায়, প্রজেক্টের একটিভ সিটিজেন গ্রুপ -এসিজি’র মাঠ পর্যায়ের কার্যক্রম শেষে তারা মধুপুর অফিসে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রুহুল আমিন মারা যান। অবস্থা খারাপ হওয়ায় অপর দুইজনকে পরপর ঢাকায় পাঠানো হয়েছে।