সংবাদ শিরোনাম :
দ্রব্যে মূল্য সহনীয় রাখতে মতবিনিময় সভা

টাঙ্গাইল করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

আসন্ন মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্য সহনীয় রাখতে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ড. মিজানুর রহমান।
টাঙ্গাইল জেলা ক্যাবের প্রতিনিধি মুহাম্মদ আবু জোবায়ের উজ্জ্বল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ব্যবসায়ী ঐক্যজোট সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, প্রমুখ।