ধনবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে আসন্ন এসএসসি, দাখিল ও এসচএসসি (ভোক.) ২০২৫ নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ এতে সভাপতিত্ব করেন। প্রস্তুতিমূলক সভায় ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসান, একাডেমি সুপার ফাইজা মো. নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় ধনবাড়ী উপজেলার সকল স্কুল ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্য ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার শাহীন মাহমুদ বলেন, আগামী এপ্রিল মাসের ১০ তারিখ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার জন্য আমরা সকলে সম্মিলিত ভাবে কাজ করবো। শিক্ষা বোর্ড যেভাবে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনার আলোকে আমরা পরীক্ষার প্রস্তুতি নেবো।