মধুপুরে নিরাপদ সড়ক ও সড়ক পথে সুশাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৯:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ”নিরাপদ সড়ক ও সড়ক পথে সুশাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরে সনাক, ইয়েস, এসিজি, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে গত ২৭ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মধুপুর সনাকের দুই ইয়েস সদস্য নিহতের বিষযটি সর্বাধিক গুরুত্ব পায়। কর্মসূচিতে বলা হয়, সড়কে অব্যবস্থাপনার জন্য দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের দুই তাজা তরুণ সৈনিককে মধুপুর সনাক হারিয়েছে। এভাবে দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মৃত্যু মিছিল দীর্ঘ হচ্ছে। সড়কের সুশাসন না এলে এই মৃত্যুর মিছিল থামবে না। তাই নিরাপদ সড়ক ও সড়কে দুর্ঘটনা হ্রাসে সুশাসন নিশ্চিতের জন্য সরকারের সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের আহবানে সনাক এ কর্মসূচির আয়োজন করে।
সনাক সভাপতি আব্দুল মালেক মানববন্ধনে সভাপতিত্ব করেন। ইয়েস গ্রুপের সাবেক দলনেত মাজহারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান, টিআইবি প্রতিনিধি ঢাকা ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হক, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক এস এম শহীদ, প্রয়াত ইয়েস দলনেতা রুহুল আমীন রনির বাবা সোলায়মান, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও টাঙ্গাইলের নিরাপদ সড়ক আন্দালনের নেতা ফাতেমা প্রমুখ।