ভ্যাটের আওতা বাড়াতে কাজ করছে এনবিআর

- আপডেট সময় : ০৭:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) আদায়ের আওতা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
শনিবার (২২ মার্চ) গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত রাজস্ব আয়বিষয়ক সেমিনারে বক্তৃতা করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, বিগত বাজেটগুলো উচ্চাভিলাষী ছিল। যে কারণে ঋণের পরিমাণ বেড়েছে। অতীতে ট্যাক্স আদায়ে পলিসি লেভেলে জোর দেয়া হলেও বাস্তবায়নে জোর দেয়া হয়নি অভিযোগ করে মো. আব্দুর রহমান বলেন, আয়কর, ভ্যাট ও কাস্টমকে অটোমেশন করতে উদ্যোগ নিয়েছে এনবিআর। এটি বাস্তবায়ন হলে ট্যাক্স নিয়ে ভীতি কমবে। ভবিষ্যতে আর অফলাইন রিটার্ন নেয়া হবে না।
তিনি বলেন, ট্যাক্স যারা ফাঁকি দেয়, তাদেরকে তদারকির আওতায় আনা হবে এবং যারা ট্যাক্স দেয় তারা হয়রানির শিকার হবেন না। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আয়ের প্রধান উৎস হবে ইনকাম ট্যাক্স ও ভ্যাট। আগামী বাজেটে এর প্রতিফলন দেখা যাবে।
শালবনবার্তা২৪.কম/এসআই