মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

- আপডেট সময় : ০১:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা,মৎস্যপোণা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সোমবার সকালে উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। এর আগে“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
দেশি মাছের সংরক্ষণ জোরদার করার লক্ষ্যে উপজেলা প্রশাসন মধুপুর ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র কর্মকর্তা আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শহীদুজ্জামান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম খায়রুল আলম ।
শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।