ঈদের আনন্দে যমুনার দুর্গম চরে গ্রাম বাংলার ঘুড়ি উৎসব

- আপডেট সময় : ০৫:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

আবহমান গ্রাম বাংলা থেকে হারাতে বসেছে শৈশবের চিরচেনা ঘুড়ি ওড়ানো উৎসব। আর সেই হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের সামনে ঘুড়ি ওড়ানোর উৎসবকে তুলে ধরতে ‘এসো উড়াই ঘুড়ি, বাংলার ঐতিহ্য লালন করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঈদ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নলিন বাজারের পাশে যমুনার ধূ-ধূ বালুচরে মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপ ও শুভশক্তি বাংলাদেশের সহযোগিতায় ঘুড়ি উৎসব পালন করা হয়।
এ ঘুড়ি উৎসবে নানা শ্রেণিপেশার মানুষসহ স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী নানা রঙের, নানা বর্ণের রঙিন ঘুড়ি নিয়ে বালুময় চরে সমবেত হয়। পরে একে একে ঘুড়ি ওড়ানো ও ঘুড়ির সূতা কাটাকাটি শুরু হয়। পরে সন্ধ্যায় বাদ্যযন্ত্রের তালে তালে বাউল গানের আড্ডায় মেতে ওঠেন বিনোদনপ্রেমীরা।
ঘুড়ি ওড়াতে আসা স্কুল শিক্ষার্থী আসফিয়া জান্নাত আদরিতা বলেন, ছোট বেলা থেকেই শহরে থাকি, এবার পরিবার সঙ্গে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি। আগে কখনো ঘুড়ি উৎসব দেখিনি বা ঘুড়ি ওড়ানো হয়নি। এবারই প্রথম ঘুড়ি ওড়ানো উৎসবে এসেছি এবং উড়িয়েছি। এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে।
ঘুড়ি উৎসবে অংশ নেওয়া স্কুল শিক্ষিকা শামীমা ইয়াসমিন বলেন, কর্মব্যস্ততার কারণে যমুনা চরাঞ্চলে আসার সুযোগ হয় না। চরাঞ্চলের এমন উৎসবে আসতে পেরে খুব ভালো লাগছে।
মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঘুড়ি উৎসব আয়োজক আঞ্জু আনোয়ারা ময়না বলেন, গ্রাম-বাংলা ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০১৯ সাল থেকে স্কুলের শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ঘুড়ি উৎসব পালন করে আসছি। এরই ন্যায় এবার ঈদের পর এ আয়োজন করা হয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর লোকজনের উপস্থিত বেড়েছে। প্রতি বছরই এমন ঘুড়ি উৎসব করা হবে।
গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, ছোট বেলা আমি নিজেও ঘুড়ি উড়িয়েছি, এতে আলাদা একটি আনন্দ আছে। আমি মনে করি বাঙালির এই ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে সংস্কৃতির যে একটা অতীত সমৃদ্ধির অতীতকে স্মরণ করে থাকে। এটি একটি বিশুদ্ধ প্রতিযোগিতা। এমন আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান বলেন, ঘুড়ি উৎসব আমাদের প্রাণের একটি উৎসব। এমন পরিবেশে বর্ণিল এই রঙিন ঘুড়ি উৎসব কখনো দেখার সুযোগ হয়নি। দীর্ঘদিন পর ঘুড়ি উৎসবে প্রাণ ফিরেছে সেই শৈশবের রঙে।